সুখবরঃ করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতে লঞ্চ হল এই ওষুধ

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনার বর্ধিত মামলায় দেশবাসী এবং সরকার দুজনাই চিন্তিত। কিন্তু এর মধ্যে ওষুধ কোম্পানি ডঃ রেড্ডিস ল্যাব লিমিটেড ভারতে করোনার সংক্রমণের চিকিৎসার জন্য রেমডেসিভির (Remdesivir) ওষুধ বাজারে লঞ্চ করার ঘোষণা করল। এর ওষুধ রেডায়েক্স ব্র্যান্ডের নামে বাজারে উপলব্ধ হবে।

ওষুধ কোম্পানির তরফ থেকে জারি একরি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, গিলিড সাইন্স ইঙ্ক এর সাথে লাইসেন্সের ব্যবস্থা করে এই ওষুধ জারি করা হচ্ছে। গিলিড ডঃ রেড্ডিস ল্যাবকে রেমডেসিভিরকে নথিভুক্ত, নির্মাণ আর বিক্রির অধিকার দিয়েছে। ভারত সমেত মোট ১২৭ টি দেশে কোভিড-১৯ এর সম্ভাবিত চিকিৎসার জন্য এই ওষুধকে বিক্রি করার অনুমতি দিয়েছে গিলিড।

DCGI রেমেডেসিভির এর ব্যবহার ভারতে কোভিড-১৯ এর গুরুতর লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের উপর এমার্জেন্সি পরিস্থিতি উপযোগ করার অনুমতি দিয়েছে। কোম্পানি জানিয়েছে যে, ‘ডঃ রেড্ডিস এর রেডায়েক্স ১০০ মিলিগ্রামের ছোট শিশিতেও উপলব্ধ থাকবে।”

কোম্পানির মারকেটিং বিভাগের প্রধান কার্যকারী আধিকারিক এম ভি রমন্না বলেন, আমরা এমন ওষুধ বানানোর প্রচেষ্টায় লেগে থাকব যেটির মাধ্যমে রোগ নিরাময় করা সম্ভব হবে। রেডায়েক্সকে বাজারে লঞ্চ করা ভারতে করোনার রোগীর চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ওষুধ পেশ করা আমাদের প্রতিবদ্ধতাকে মনে করিয়ে দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর