মনে রাখবেন ওর নেতৃত্বেই অস্ট্রেলিয়া জিতেছি আমরা, রাহানের সমালোচকদের কড়া বার্তা বীরুর

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় দলে বারবারই সমালোচনার মুখে পড়তে হয় অজিঙ্কা রাহানেকে। পরপর কয়েকটি ইনিংসে রান না পেলেই তাকে রীতিমত চেপে ধরেন সমালোচকরা। অনেক ক্ষেত্রেই মনে রাখা হয়না কোনও ব্যাটসম্যানই পরপর রান পেতে পারেন না, ব্যর্থতা খেলোয়াড়ী জীবনের অঙ্গ। প্রথম টেস্টের দুই ইনিংস এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রান পাননি রাহানে। তারপরেই শুরু হয়েছিল সমালোচনা, কেউ কেউ তো তাকে বাদ দেওয়ার কথাও বলতে শুরু করেছিলেন।

কিন্তু লর্ডসে দ্বিতীয় ইনিংসে ভারত যখন বিপুল চাপের মুখে লড়াইটা বাঁচিয়ে রাখলেন সেই পূজারা রাহানেই। কাল যখন তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হয়েছিলেন রোহিত, রাহুল এবং কোহলি। পুজারাকে সঙ্গী করে ভারতকে ফের একবার ম্যাচে ফেরানোর চেষ্টা করেন রাহানেই। যদিও একথা ঠিক যে ৪০ রানের মাথায় একবার বড় জীবন দানও পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত যে ৬১ রানের ইনিংস উপহার দেন রাহানে তা ছিল সোনার থেকেও গুরুত্বপূর্ণ। এই কথা মাথায় রেখেই এবার রাহানে-সমালোচকদের একহাত নিলেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। তার স্পষ্ট বার্তা, প্রায়শই সমালোচনা করা হয় রাহানের। কিন্তু তার কৃতিত্বের কথা আমরা মনে রাখিনা।

রবিবার এক আলোচনায় তিনি বলেন, “আমরা প্রায়শই ওর সমালোচনা করি। অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের কথা আমাদের ভোলা উচিত নয়। অ্যাডিলেডে ভারত ৩৬ রানে অল-আউট হওয়ার পর ও মেলবোর্নে সেঞ্চুরি করে। ভারত মেলবোর্নে জেতে, সিডনিতে ড্র করে এবং ব্রিসবেনেও জয় তুলে নেয়। আমি মনে করি যে, বিদেশের মাটিতে ওটাই আমাদের সবথেকে বড় সিরিজ জয়। সেটা এসেছে রাহানের নেতৃত্বেই।”

Virender Sehwag,Ajinkya Rahane,India England series,India,England,বীরেন্দ্র সেওয়াগ,অজিঙ্কা রাহানে,ভারত ইংল্যান্ড সিরিজ,ভারত,ইংল্যান্ড

যদিও সাথে সাথে সেওয়াগ এও বলেন, ৬১ রানে আউট হওয়ায় খুশি হবেন না রাহানে নিজেই। তিনি নিশ্চয়ই আরও বড় ইনিংস খেলতে চাইতেন। কারণ ৪০ রানের মাথায় বড় জীবন দান পেয়েছিলেন তিনি। একথা ঠিক যে রাহানের বদান্যতাতেই এই মুহূর্তে লর্ডসে লড়াইয়ে বেঁচে রয়েছে ভারত। আপাতত ইংল্যান্ডের তুলনায় ১৫৪ রানের এগিয়ে রয়েছে তারা। রাহানের পাঁচটি বাউন্ডারি দিয়ে সাজানো ৬১ রানের ইনিংস না থাকলে তা কখনই সম্ভব হতো না।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর