ক্যামেরার সামনে তলোয়ার হাতে, রাজার পোশাকে সাংবাদিক

বাংলা হান্ট ডেস্কঃগোটা বিশ্বে সাংবাদিকতার ইতিহাসে নজির গড়লেন পাকিস্তানের সাংবাদিক আমিন হাফিজ। একজন সাংবাদিকের এমন পোশাক হতে পারে এ কথা ভাবতেই পারা যায় না, সেখানে আমিন সেটিই করে দেখিয়েছেন।

পরনে রাজার পোশাক। হাতে তলোয়ার। আর খাপ থেকে সেই তলোয়ার বের করে হুঙ্কার ছেড়ে খবর পরিবেশন করলেন পাকিস্তানের সাংবাদিক আমিন হাফিজ। স্ক্রিপ্ট সাজানোর জন্য সঞ্চালকের পিছনে দাঁড় করানো হয়েছে আরও দুজনকে। তাদের পরনেও রয়েছেরাজার পোশাক। যেন  মনে হচ্ছে কোনও রাজার সভায় বক্তব্য রাখছে কেউ।  শুধু তাঁরাই রাজ পোশাকে ক্যামেরার সামনে আসেননি, তাদের ঠিক পিছনে পুরনো কোনও ইমারত। একেবারে রাজকীয় একটি সাজানো ব্যাপার। হঠাত্ করে দেখলে বোঝার উপায় নেই যে কোনও সংবাদ পরিবেশন হতে চলেছে ।

amin hafiz 12

শোনা যায়, পাকিস্তানের সাংবাদিকতা জগতে আমিন হাফিজের বেশ সুনাম রয়েছে। সেই নামডাক এবার বিশ্বেও ছড়িয়ে পড়ল বলে। রাজার পোশাক পরনে,গলায় মুক্তোর মালা দিয়ে, হাতে তলোয়ার নিয়ে যে কেউ খবর পরিবেশন করতে পারেন সে ভাবনাই ভাবতে পারেননি এখনও পর্যন্ত কেউ। রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে পাকিস্তানের এই সাংবাদিক।

আসলে লাহোরের সেই কেল্লাকে World Heritage Siteহিসাবে স্বীকৃতি দিয়েছে  UNESCO. রক্ষণাবেক্ষণের অভাবে সেই কেল্লার এখন জীর্ণ অবস্থা।তার উপর সেখানে বিয়ে বাড়ি ভাড়া দিয়ে চলছিল বলে অভিযোগ। আমিন হাফিজ এই বেআইনি কার্যকলাপ তাঁর টিভি চ্যানেলে তুলে ধরছিলেন। কিন্তু তাঁর রিপোর্টং-এর এমন স্টাইল গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এমন পোশাকেও সঞ্চালকের ভূমিকায় থেকে খবর করা সত্যিই প্রশংসার ঊর্ধ্বে।

সম্পর্কিত খবর