মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাল RBI, শক্তিকান্ত দাসের এই ঘোষণায় বাড়ি-ফ্ল্যাট হল সস্তা

বাংলাহান্ট ডেস্ক : রেপো রেট নিয়ে বড়সড় ঘোষণা করল আরবিআই (Reserve Bank of India)। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের মুদ্রা নীতি কমিটির বৈঠকের পরেই রেপো রেট নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। চলতি অর্থবর্ষে কোনওরকম পরিবর্তন করা হলো না রেপোরেটে। অর্থাৎ ৬.৫০ শতাংশই থাকছে রেপোরেট। আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা।

   

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ‘সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। জানিয়ে রাখি, এপ্রিল মাসেও রেপোরেট পরিবর্তন করা হয়নি। মে মাসেও ঘটলো সেই একই ঘটনা। আরবিআই এর এই ঘোষণার পরেই আনন্দে মেতে উঠেছেন ঋণ গ্রহীতারা।

উল্লেখ্য, বিগত দু’বছর বৃদ্ধি পেয়েছিল রেপোরেট। যার ফলে মোটা অংকের EMI গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরো রেপোরেট বাড়ানো হলে লোন গ্রহীতাদের পকেটে পড়তো বড় ধাক্কা। যদিও সেই পথে হাঁটলো না আরবিআই। এপ্রিল মাসের মতোই মে মাসেও রেপোরেট রাখা হলো অপরিবর্তিত।

রেপোরেটের পাশাপাশি জিডিপি নিয়েও বড় ঘোষণা করেছেন আরবিআই গভর্নর। তিনি জানান, ‘২০২৩-২৪ অর্থবছরের জন্য দেশের জিডিপি বৃদ্ধির অনুমান ৬.৫ শতাংশ বজায় রেখেছে’। তিনি আরও জানান, বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মধ্যে ভারতীয় অর্থনীতি এবং আর্থিক খাত অনেকটাই স্থিতিশীল রয়েছে।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের সংযোজন, ‘সারা বছর দেশের জিডিপি ওঠা নামা করবে। প্রথম ত্রৈমাসিকে প্রত্যাশিত বৃদ্ধি যেখানে ৮% সেখানে শেষের দিকে সেই বৃদ্ধি ৫.৭ শতাংশ নেমে আসতে পারে’। বছরের শুরুটা আর্থিকভাবে ভালো হলেও শেষের দিকে তা ধীরে ধীরে নেমে আসতে পারে বলেই অনুমান করেছেন তিনি।

rbi

পাশাপাশি তিনি আরও জানান, ‘২০২৩-২৪ আর্থিক বছরে মুদ্রাস্ফীতি ৪ শতাংশের ওপর বাড়তে পারে। যদিও আরবিআই এর মূল লক্ষ্য হল মুদ্রাস্ফীতিকে ৪ শতাংশের নিচে নামানো’। ২০০০ টাকার নোট বাতিল প্রসঙ্গে তিনি জানান, ‘২০০০ টাকার নোট যত তাড়াতাড়ি জমা করা সম্ভব এত তাড়াতাড়ি জমা করে দিন। ২০০০ টাকার নোট জমা পড়লেই সিস্টেমে তারল্য বাড়বে’।

Avatar
additiya

সম্পর্কিত খবর