রিয়াজ নাইকু কোনো হিরো বা রাম্বো ছিল না, এদের খতম করা খুবই প্রয়োজন: চিফ অফ ডিফেন্স

বাংলাহান্ট ডেস্ক : চিফ অফ ডিফেন্স(chief of defence ) স্টাফ বিপিন রাওয়াত (bipin rawat) বলেন – রিয়াজ নায়েকু কোনও রম্বো না। না তো হিরো। এরা নিজেদের গোপন রাখতেই পছন্দ করেন। আর সেই ছবি কাউকে দিতে পছন্দ করেন না। কারণ তাড়াতাড়ি এই নিয়ম মেনে চলতেই পছন্দ করেন। কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার বলেছিলেন – রিয়াজ নাইকু ছিলেন, ৮ বছরের পুরানো কমান্ডার।

   

সুরক্ষা বাহিনী এবছর অনেকগুলো অভিযান চালিয়েছে 

ভারতীয় সুরক্ষা বাহিনীর সফল অপারেশনের পরে বিপিন রাওয়াত জানান জাতীয় সংস্থার নিয়োগ কমবে। সশস্ত্র বাহিনীর অগ্রাধিকার হ’ল তাদের নেতৃত্ব নিরপেক্ষ করা। তারা নায়ক নয়। এর পাশাপাশি চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সুরক্ষা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের প্রশংসা করেছেন। বৃহস্পতিবার তিনি নিজেই একথা জানান। সুরক্ষা বাহিনী এই বছরের জানুয়ারি থেকে কাশ্মীরে ২৭ টি অভিযান চালিয়েছে।

বহু মানুষকে অত্যাচার করেছে 

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেছেন যে রিয়াজ নাইকু দ্বারা বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছে। তাকে খতম করাই উচিৎ। এর জন্য ১২ লক্ষ টাকার পুরষ্কার ছিল। সে প্রত্যেকে প্রতি দুই মাসে ভিডিও প্রকাশ করে এবং মানুষকে উস্কে দেয়। লোককে প্রভাবিত করার ক্ষমতা তাঁর ছিল,  আর এখনো সে তাই করছে, আর সেই নিয়ে অনেক সমস্যা দেখাও দিয়েছে।

সম্পর্কিত খবর