আরজি কর কাণ্ডের জের! বিরাট সিদ্ধান্ত দেবের, তৃণমূল সাংসদের এক ঘোষণায় তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালের (RG Kar Case) নারকীয় কাণ্ডের রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় ফুঁসছে গোটা বাংলা। অপরাধীর শাস্তি হোক, এটাই দাবি করছেন সকলে। এর মাঝেই বিরাট ঘোষণা করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব (Dev)।

আরজি কর কাণ্ডের (RG Kar Case) মাঝেই বড় ঘোষণা দেবের!

দু’দিন আগেই দেব জানিয়েছিলেন, ১৪ আগস্ট রিলিজ করবে তাঁর বহুপ্রতীক্ষিত সিনেমা ‘খাদান’এর টিজার। তবে বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে সেই সিদ্ধান্ত বদল করলেন তিনি। আরজি কর কাণ্ডে রাজ্যবাসীর মতো অভিনেতার মনও ভালো নেই। তাই আগামীকাল টিজার রিলিজ নিয়ে বিরাট সিদ্ধান্ত নিলেন তৃণমূল সাংসদ।

   

আরও পড়ুনঃ পুজোর আগেই সুখবর! কেন্দ্রীয় হারে DA পাবেন সরকারি কর্মীরা! বিরাট ঘোষণা রাজ্য সরকারের

সম্প্রতি সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে দেব জানান, আগামীকাল ‘খাদান’এর টিজার (Khadaan Teaser) রিলিজ করবে না। তিনি লেখেন, ‘আরজি কর হাসপাতালের নৃশংসতায় আমরা গভীরভাবে শোকাহত। টিম হিসেবে আমরা এই কাজের বিরোধিতা করছি। সেই সঙ্গেই ‘খাদান’এর টিজার রিলিজও স্থগিত রাখছি’।

Dev

দেব লেখেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্যাতিতা যাতে বিচার পায় সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অপরাধীর দ্রুত শাস্তির আর্জির পাশাপাশি নির্যাতিতার (RG Kar Case) পরিবারের প্রতি সমবেদনা জানান অভিনেতা। অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে, একথা জানার পরেও প্রযোজক হিসেবে দেব এমন সিদ্ধান্ত নেওয়ায় সাধুবাদ জানিয়েছেন অনেকে।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)


এদিকে অনেকে আবার রাজ চক্রবর্তী এবং সৃজিত মুখোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুঁড়েছেন। স্বাধীনতা দিবসের দিন বড়পর্দায় রিলিজ করবে দুই পরিচালকের দুই বিগ বাজেট সিনেমা ‘বাবলি’ এবং ‘পদাতিক’। এমন এক সংবেদনশীল সময়ে রাজ এবং সৃজিতও কি দেবের পথে হাঁটবেন? প্রশ্ন নেটিজেনদের। এখনও অবশ্য মেলেনি সেই উত্তর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর