আরজিকরে ‘আমরা কারা বহিরাগত’ দাবী তুললেন চিকিৎস 

উদয়ন বিশ্বাস ঃ আরজিকর
গত চারদিন ধরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। যা এনআরএস থেকে গোটা রাজ্য হয়ে সারা ভারতবর্ষে এর প্রভাব পড়েছে। গতকাল থেকে দিল্লী, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ শহর গুলোতে আন্দোলন শুরু করছে  চিকিৎসকেরা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এন আর এস এ চিকিৎসকদের বহিরাগত তকমা দিলেন, সেই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তারা গরীব এবং
মানুষের পরিষেবা দিতে দায় বদ্ধ কিন্তু নিরাপত্তার বিষয়টি যদি তাদের না দেখা হয়, তাহলে তারা কিভাবে কর্মক্ষেত্রে সঠিক পরিষেবা দেবেন? সেই পরিপ্রেক্ষিতে আজ আর জি কর মেডিকেল কলেজে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকেরা অবস্থান বিক্ষোভ করেন। তারা দাবি জানান যে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী এই ‘বহিরাগত’ কথাটা তুলে নেবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালাবো বলে হুশিয়ারী দিয়েছেন চিকিৎসারা। এছাড়া  হাসপাতাল এর মধ্যে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।
f88d0 20190615 121555
আরজিকর মেডিকেল কলেজ চিকিৎসকরা আমরা ‘বহিরাগত’বলে স্লোগান দিতে থাকে এবং তাদের হাতে লেখা ছিল ‘নো সিকিউরিটি নো সার্ভিস’,’উই ওয়ান্ট জাস্টিস’, ‘মুখ্যমন্ত্রী হায় হায় মতো একাধিক বিষয়ে তারপর স্লোগান দিতে থাকে ছাত্রছাত্রীরা। আজ আরজিকরে এমারজেন্সি বিভাগ খোলা থাকলেও কোন বহিরবিভাগ খোলা ছিল না। ফলে চিকিৎসকরা অবস্থানের জন্য দূর-দূরান্ত থেকে রোগীদের চরম হয়রানির শিকার হতে হয়। এখন দেখার বিষয় কবে এই আন্দোলন শেষ হয় এবং দেখার শেষ পর্যন্ত আন্দোলন এর কি রুপ নেয়৷

সম্পর্কিত খবর