সুইজারল‍্যান্ড, দুবাই, ফ্রান্স; সুশান্তের সঙ্গে সম্পর্কের পরই এক বছরে চুটিয়ে বিদেশ ভ্রমণ রিয়ার

বাংলাহান্ট ডেস্ক: রোজগার কম, হাতে নেই যথেষ্ট টাকা। অথচ একের পর এক ‘ফরেন ট্রিপ’ (foreign trip) করে গিয়েছেন রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। সবই সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) সঙ্গে সম্পর্কে আসার পর। ইউরোপ, অস্ট্রিয়া, ফ্রান্স বহু বার বিদেশ ভ্রমণে যেতে দেখা গিয়েছে তাঁকে। ২০১৯ এর অগাস্ট থেকে চলতি মাসের ফেব্রুয়ারি পর্যন্ত কোথায় কোথায় গিয়েছেন রিয়া, সেই তালিকাই এবার প্রকাশ‍্যে এল।
তালিকা থেকে জানা গিয়েছে, ২০১৯ এর অগাস্ট থেকে সুইজারল‍্যান্ড, অস্ট্রিয়া, দুবাই, ফ্রান্স সহ বহু জায়গায় ঘুরতে গিয়েছেন রিয়া। ২০১৯ এর অক্টোবরে সুশান্তের সঙ্গে ইউরোপ ট্রিপে যান তিনি। সেখানে গিয়েই নাকি প্রথম বার সুশান্তের মানসিক অস্থিরতা চোখে পড়ে তাঁর।


রিয়ার রোজগার স্পষ্টত কমলেও তাঁর বিদেশ ভ্রমণের পরিমাণ বেড়ে যায়। এত টাকা কোথা থেকে পেয়েছিলেন রিয়া, সেই খোঁজই এখন চালাচ্ছে সিবিআই ও ইডি। অপরদিকে সিবিআই ও ইডির পর ফের NIA (National Investigation Agency) তদন্তের দাবি জানান সুব্রহ্মণ‍্যম স্বামী। সুশান্ত মামলায় সিবিআই ও ইডির পাশাপাশি NIA তদন্তের দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সুব্রহ্মণ‍্যম স্বামী।
সুশান্তকে মারার সময় অচেতন করার বন্দুক বা Stun Gun দিয়ে ব‍্যবহার করা হয়ে থাকতে পারে, এমন একটি টুইট সম্প্রতি ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়া। ওই ব‍্যক্তি টুইটে লেখেন, ‘স্টান গান কেমন ভাবে ব‍্যবহৃত হয় ও ব‍্যবহারে শরীরে কেমন আঘাতের চিহ্ণ হয় সেই বিষয়ে পড়লাম। সেই একই রকম চিহ্ন। সুশান্তকে পঙ্গু করার জন‍্য স্টান গান ব‍্যবহার করা হয়েছিল।’
এই টুইটটি ভাইরাল হয়ে যায়। এরপরেই সুব্রহ্মণ‍্যম স্বামী এটি রিটুইট করে প্রশ্ন তোলেন, ‘আরব সাগরের পাশের কোন দেশ থেকে চোরাচালান করা হয়েছিল এই বন্দুকগুলি? NIA এর তদন্তে যোগদান করা উচিত এবার।’ এই মর্মে চিঠিও দেন তিনি প্রধানমন্ত্রীকে।
সেই চিঠির প্রাপ্তি প্রধানমন্ত্রী স্বীকার করেছেন বলে জানিয়েছেন সুব্রহ্মণ‍্যমের নিয়োগ করা আইনজীবী ইশকরণ ভান্ডারি। এরপরেই গুঞ্জন উঠেছে এবার সম্ভবত সুশান্ত মামলায় সিবিআই ও ইডির সঙ্গে NIA ও তদন্তে যোগদান করবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর