বিরাট কোহলি অশুভ! WTC ফাইনালের আগে প্রাক্তন ভারত অধিনায়ককে আক্রমণ রিকি পন্টিংয়ের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর চার দিন পর ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) খেলতে মাঠে নামবে ভারতীয় দল। ফাইনালে রোহিত শর্মাদের মুখোমুখি বিপজ্জনক অস্ট্রেলিয়া। কিছুদিন আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে চার ম্যাচের টেস্ট সিরিজ হারিয়েছে ভারত। কিন্তু তার সঙ্গে এই ফাইনালটি গুলিয়ে ফেললে ভুল করা হবে।

ফাইনালে যদিও পরিস্থিত থাকবে অস্ট্রেলিয়ার অনুকূলে। কারণ এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু, ওভালের মতো পরিস্থিতিতে সফল হওয়ার জন্য যে অস্ত্রগুলোর প্রয়োজন সেগুলি ভারতের থেকে বেশি তাদের অস্ত্রাগারেই মজুদ রয়েছে। কিন্তু তাও অস্ট্রেলিয়াকে হুঁশিয়ারি শুনিয়ে রাখলেন তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক রিকি পন্টিং।

বিরাট কোহলি নিজের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন গত কয়েক মাস ধরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে আহমেদাবাদে তিনি শতরান করেছিলেন। তার আগেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তার পারফরম্যান্স যথেষ্ট প্রশংসনীয় ছিল। এইবারের আইপিএলেও তিনি অসাধারণ ছন্দ প্রদর্শন করেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভালো পারফরম্যান্স করার জন্য মুখিয়ে থাকবেন তিনি।

kohli 28th test ton

বিরাট কোহলির এই ফর্মে ফেরার ব্যাপারটিকে অস্ট্রেলিয়া দলের জন্য অশুভ ইঙ্গিত বলেই গণ্য করছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। বিরাট কোহলির জন্য আলাদা করে ভাবতে হবে গোটা অস্ট্রেলিয়া দলকে এমনটা ধারণা তার। একজন আত্মবিশ্বাসী বিরাট কোহলি যে সবচেয়ে বেশি ভয়ংকর সেটা তিনি ভালো মতোই জানেন।

তবে বিরাট কোহলির পাশাপাশি তিনি চেতেশ্বর পূজারাকে নিয়েও সতর্ক করেছে নিজের অস্ট্রেলিয়া দলকে। অজিদের বিরুদ্ধে পূজারার রেকর্ড বরাবরই ভালো। সেই সঙ্গে তরুণ ভারতীয় ওপেন আর শুভমানের প্রতিভা সম্পর্কেও অজিদের সতর্ক থাকতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন অতীতে অনেকবার ভারতের বিরুদ্ধে সাফল্য পাওয়া অস্ট্রেলিয়ান তারকা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর