নিরজ সোনা জিতলে এই কাজ করবেন বিরাট-ঋষভরা, জানুন সত্যিটা

ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া (Neeraj Chopra) চলতি প্যারিস অলিম্পিক্স-এ মঙ্গলবার কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৯.৩৪ মিটার থ্র করেন। কোয়ালিফায়ারে নীরজের থ্রো ছিল তার মরশুমের সেরা থ্রো, এবং এটি তার ব্যক্তিগত ভাবে সেরা দ্বিতীয় সেরা থ্রোয়ের কাছাকাছি ছিল। এই থ্রোই তাঁকে সরাসরি ফাইনালে প্রবেশ করতে সাহায্য করে। নীরজ (Neeraj Chopra) পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালের সোনার জন্য লড়বেন।

নীরজ ইভেন্টের ফাইনালে তাঁর জায়গা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে একটি সাহসী প্রতিজ্ঞা করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ, পন্থ প্রতিশ্রুতি দিয়েছেন যে নীরজ যদি সোনা জেতে তাহলে তিনি এমন কমেন্ট করা লোকদের মধ্যে থেকে একজন ভাগ্যবান বিজয়ীকে বেছে নেবেন। তারপর তাঁকে ১০০০৮৯ টাকা দেবেন।

   

Neeraj Chopra

নীরজ (Neeraj Chopra) পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালের সোনার জন্য লড়বেন

ঋষভ লেখেন, ‘যদি আগামীকাল নীরজ চোপড়া একটি স্বর্ণপদক জেতেন, আমি ভাগ্যবান বিজয়ীকে ২০০০৮৯ রুপি প্রদান করব যারা টুইটটিতে এবং মন্তব্যটি সবচেয়ে বেশি লাইক ও কমেন্ট করবে। এবং বাকি শীর্ষ ১০জন যারা মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন তাঁরা ফ্লাইটের টিকিট পাবেন।’ বুধবার এক্স-এর মাধ্যমে এমনটাই ঘোষণা করেন পন্থ।

পন্থের এই ঘোষণা বেশ পছন্দ করেছেন ভক্তরা। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিও বলেন ‘নীরজ সোনা জিতলে দুই ভাগ্যবান ভক্তকে ৫০,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও, ধ্রব আগারওয়াল, কেবল কাপুর, অংশু প্রমুখ গুণী ব্যক্তিরাও সমর্থন করেছেন বিষয়টি। আর জানিয়েছেন পন্থের সঙ্গে তাঁরাও এবার তাল মেলাবেন। তাঁরাও বেশ কিছু টাকা উপহার দেবেন ভক্তদের।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর