IPL-এ মাঠে নামার আগে ওয়ার্নারের দিল্লিকে এই মন ছোঁয়া বার্তা দিলেন রিশভ পন্থ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলের ২০২৩-এর (IPL 2023) দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমবার নিজেদের ঘরের মাঠে দর্শকদের সামনে নামতে চলেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (LSG)। আর আজ তাদের প্রতিপক্ষ একাধিক তারকা সমৃদ্ধ দল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ডেভিড ওয়ার্নারের দলের বিরুদ্ধে জয় দিয়েই শুরু করতে চাইবেন রাহুলরা। অপরের দিকে রিশভ পন্থের (Rishabh Pant) অভাব পূরণ করে নিজেদের মরশুমটাও জয় দিয়ে শুরু করতে চাইবে পন্টিংয়ের দিল্লি।

বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে দল মাঠে নামার আগে একটি আবেগঘন বার্তা দিয়েছেন পন্থ। তিনি দিল্লি ক্যাপিটালসকে নিজের সমর্থন জানিয়ে টুইট করে বলেছেন, “আমি আজকে ১৩ তম খেলোয়াড় হিসেবে দলকে সমর্থন করবো। কারণ ইম্প্যাক্ট প্লেয়ারের রুল আমাদের ১২ জনকে মাঠে নামানোর সুযোগ দিচ্ছে।

pant jersey in dc dug out

তবে আজকে রিশব পন্থকে অভিনব উপায়ে সম্মান জানিয়েছে দিল্লি ক্যাপিটাল দল। তিনি যে ১৭ নম্বর জার্সিতে পরিধান করে থাকেন সেই জার্সিটিকে তাদের ডাগ আউটের ছাদে ঝুলিয়ে রেখে পন্থের পাশে থাকার বার্তা দিয়েছে দিল্লি শিবির।

আজ টসে জিতে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ওয়ার্নার প্রথমে বোলিং করে নেওয়ার সিদ্ধান্ত নেন। লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাটিং করে এই প্রতিবেদন লেখার সময় ১৬ ওভারে ৪ উইকেট খুঁইয়ে ১৩১ রান তুলেছে।

দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, রাইলি রুশো, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, মুকেশ কুমার

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর