দুর্ঘটনার কবলে কুণাল ঘোষ! শিয়ালদার মুখে বেপরোয়া বাস দুমড়ে দিল গাড়ি, কেমন রয়েছেন তৃণমূল নেতা?

বাংলাহান্ট ডেস্ক : এবার দুর্ঘটনার শিকার হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বেপরোয়া গতির বাস সজোরে ধাক্কা মারে তৃণমূল নেতার গাড়িতে। ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূল নেতার গাড়ির একাংশ। তবে কোনও গুরতর আঘাত লাগেনি কুণাল ঘোষের। সুস্থই রয়েছেন তিনি। ইতিমধ্যে রওনাও হয়েছেন হলদিয়ার উদ্দেশ্যে।

   

আজ হলদিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের। সেই উদ্দেশ্যেই ১০ টা নাগাদ হলদিয়া রওনা হন তিনি। শিয়ালদহ স্টেশনের কাছেই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি বাস অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেয় কুণাল ঘোষের গাড়িতে। সেই সময় ওই গাড়িতেই ছিলেন তিনি। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ। তবে আঘাত পাননি কুণালবাবু। গাড়ি নিয়ে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

এদিন দুর্ঘটনার ব্যাপারে কুণাল ঘোষ বলেন, ‘সব সময় যেরকম রেষারেষি চলে সেরকই হচ্ছিল। পুলিসে জানানো হয়েছে। তবে বাসটিতে অফিস যাত্রীরা ছিলেন, তাই এই মুহূর্তে বাসটিকে আটকাতে বারণ করেছি। না হলে সাধারণ মানুষকে ভুগতে হত। বাসের নম্বর ও চালকের নাম রাখা হয়েছে।’

দুর্ঘটনা কমাতে রাজ্যে সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইভ অনুষ্ঠিত হয়েছে।বারবার মানুষকে সচেতন করা হয়েছে। কিন্তু তাতেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বারবার। তাবে আগের থেকে দুর্ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি করেছেন কুণাল ঘোষের। তিনি বলেন, ‘এই বিষয়ে পুলিস-প্রশাসনের খুব বেশি কিছু করার নেই। মানুষকে সচেতন হতে হবে। গতকাল চিংড়িহাটায় একজন নেশাগ্রস্ত অবস্থায় এতজনকে মারল। এগুলো কে নিয়ন্ত্রণ করতে হবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর