বেআইনি গাড়ি পার্কিং করলে এবার মোটা টাকা জরিমানা কলকাতা

বাংলা হান্ট ডেস্ক – রাস্তায় গাড়ি রেখে মানুষের চলাচলের অসুবিধা হয়ছে,ছবি তুলে আমাদের পাঠান পৌঁছে দেবো দিদির কাছ রাস্তা আটকে দীর্ঘদিন ধরে গাড়ি পার্কিংয়ের করছে সমাজের এক শ্রেণীর মানুষ ফলে নাগরিকদের চলাচলের বিপুল অসুবিধে হচ্ছে এখন কবে সেই সুদিন ফিরে তা এখনো জানা যায়নি কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এই বিষয়ে কঠোর হস্তক্ষেপ করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল তিনি দমদম বিমানবন্দর থেকে আসার পথে কৈখালীতে দেখেন যে প্রচুর মানুষকে আটকে রাখা হয়েছে তারপর হঠাৎই মুখ্যমন্ত্রী নেমে গাড়ি সরান এবং পুলিশকে নির্দেশ দেন তিনি যখন যাবেন যেন কোন নাগরিকদের রাস্তা বন্ধ না করা হয় এরপর নড়েচড়ে বসে বিধাননগর পুলিশ।

kolkataযেসব জায়গায় পার্কিং নেই সেই সব জায়গায় যদি কেউ গাড়ি পার্কিং করে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদি আপনার এলাকায় কেউ রাস্তা আটকে গাড়ি দাঁড় করায় তাহলে আপনি সরাসরি আমাদের জানাতে পারেন আমরা সেই তথ্য এবং ছবি মুখ্যমন্ত্রী দপ্তরের পাঠাবো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে ইতিবাচক ভূমিকা নেবে বলে আশাবাদী আমরাও কারণ বিশ্বের সমস্ত উন্নতশীল দেশ গুলোতে রাস্তায় কোন গাড়ি পার্কিং করা নিষিদ্ধ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর