ICC-র জারি করা করোনা নিয়ম ভেঙে বিতর্কে জড়ালেন রবিন উথাপ্পা, থুতু লাগানোর ভিডিও তোলপাড় নেটদুনিয়ায়

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের দ্বাদশ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়েলস। আর এই ম্যাচে করোনা নিয়ম বিধি ভঙ্গ করে বিতর্কে জড়ালেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে রাজস্থান রয়ালস দলের গুরুত্বপূর্ণ সদস্য রবিন উথাপ্পা। ফিল্ডিং করার সময় এই ডানহাতি ভারতীয় ব্যাটসম্যান হঠাৎই বলে থুতু লাগায়, আর এর থেকেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক।

এইদিন কলকাতা নাইট রাইডার্সের ইনিংস চলাকালীন তৃতীয় ওভারে রাজস্থানের বোলার টম কুরানের বলে বড় শট মারতে গিয়েই ক্যাচ তুলে দেন কেকেআর ওপেনার সুনীল নারিন। আর সেই সহজ ক্যাচ মিস করেন রবিন উথাপ্পা। আর তারপরেই দেখা যায় রবিন উত্থাপা বলে থুতু লাগাচ্ছেন। আর তারপর সেই বল টম কুরানের হাতে দিয়ে দেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।

https://twitter.com/ItsRaviMaurya/status/1311308712670195713?s=20

বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মধ্যে ক্রিকেট খেলা শুরু করার অনুমতি দিয়েছে আইসিসি। তবে ক্রিকেট খেলা শুরু করলেও বেশ কিছু কড়া নিয়ম বিধি জারি করা হয়েছে আইসিসির তরফে। যার মধ্যে অন্যতম বলে থুতু লাগানো যাবেনা। আইসিসির এই সমস্ত নিয়ম নীতি মেনেই আইপিএল শুরু করার ছাড়পত্র পেয়েছিল বিসিসিআই। আইসিসির এই নিয়ম ভঙ্গ করে বিতর্কের সৃষ্টি করলেন রাজস্থান রয়েলসের ব্যাটসম্যান রবিন উথাপ্পা। কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বলে থুতু লাগিয়ে বিতর্ক উস্কে দিলেন রবিন উথাপ্পা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর