রোদ্দুর রায়ের উপযুক্ত শাস্তি চাই, না হলে বাংলার সংস্কৃতি আরও নষ্ট হবে আগামীদিন দাবী রবীন্দ্র প্রেমিকদের

 

বাংলাহান্ট ডেস্কঃ রবি ঠাকুরই (Rabindra Nath Tagore) প্রচলন করেছিলেন দোলযাত্রার । যা আজ সারা ভারতবর্ষে অন্যতম উৎসব (Festival) হিসাবে পালন হয়ছে। আর এই দোল উৎসব অত্যন্ত সাড়ম্বরের সহিত পালিত হয় অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। পাশাপাশি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উৎসব পালিত হয়ছে বেশ কয়েক বছর ধরে। বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ছোঁয়ায় এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে।সম্প্রতি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত জনপ্রিয় কিছু গানকে বিকৃত ভাবে সুর দিয়ে এবং কিছু অশ্লীল শব্দ যুক্ত করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন রোদ্দুর রায় নামক এক যুবক।

সমাজের বিভিন্ন মহলে ইতিমধ্যেই তাঁর এই অশ্লীলতা কার্যত নিন্দার ঝড় তুলেছে । রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে কিভাবে বিকৃত করে তা সম্প্রচার করা হয়েছিল, তাকে অনেকেই সমর্থন করেছেন বলেও আমরা দেখেছি। শান্তিনিকেতনের বিশ্বভারতী প্রাঙ্গণে দাঁড়িয়ে সেখানকার পড়ুয়াদের গলাতেও এই নোংরা শব্দ দিয়ে তৈরি গান শোনা গিয়েছে।যা রীতিমতো নিন্দার ঝড় তুলেছে।


এবার একই ছবি দেখা গেল কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দোল উৎসব উদযাপনের দিন।তবে সেই বিকৃত গান কে তাঁরা সমর্থন করেছেন এক ভিন্ন উপায়।রঙিন আবির দিয়ে চার তরুণী খোলা পিঠে লিখলেন সেই অশ্লীল শব্দগুলো।”বাঁড়া চাঁদ উঠেছিল গগনে”।সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা এখন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। নেটিজেনরা রীতিমতো এ নিয়ে নিন্দা পর্যন্ত করছেন।যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জড়িয়ে রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে দাঁড়িয়ে কিভাবে এই ধরনের অশ্লীল কার্যকলাপ পড়ুয়ারা করতে পারেন? সেই প্রশ্নই ভাবাচ্ছে বর্তমান প্রজন্মকে।

যদিও সেই চার তরুণীর পরিচয় জানা গেছে তাদের কিছুজন কে গেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেকেই বলেছেন, যদি ওই চার  তরুণীকে তারা সামনে পেত তাহলে  প্রশ্ন করতেন,কোন মানসিকতার দিক দিয়ে বিচার করে তারা এই ধরনের জঘন্য কাজ করার সিদ্ধান্ত নিলেন।যারা আগামীর ভবিষ্যৎ, তারা যদি একটু সচেতন না হয়, তাহলে আগামী প্রজন্ম তাদের থেকে কি শিখবে? তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে একাধিক অভিভাবকদের।

রবি ঠাকুরের গানকে যদি নোংরা ভাষাতে বলার জন্য ৫জন আটক করা হয়,পরে তাদেী ছেঁড়ে দেওয়া হয়৷ তা হলে রবি ঠাকুরের গান কে ভিডিও করে নোংরা ভাষাতে গালাগালি দেয় তাকে কেন গেপ্তার করা হবে না? রৌদ্দুর রায় নামে একটি যুবক দীর্ঘ দিন ধরে রবি ঠাকুরের গান গুলো নোংরা ভাষাতে গাইছে। যা সমাজের এক শ্রেনীর মানুষ এটাকে বাজে সংস্কৃতি বলছে। ল রবীন্দ্র ভারতীতে যে যুবক যুবতী বসন্ত উৎসবে নামে নোংরা ভাষা ব্যাবহার করলো তাদের জন্য গোটা সমাজ তাদের নোংরা পরিবারের ছেলে বলেছেন। এখন প্রশ্ন হলো রৌদ্দুর রায়কে কেন গেপ্তার করা হবে না? সে ও তো রবি ঠাকুরের গানকে গালাগালি দিয়ে গান টা করেছে। এছাড়া ফেসবুকে বা ইউটিউবে রবি ঠাকুরের গানকে গালাগালি দিয়ে আরো নষ্ট করছে কিছু যুবক -যুবতী। ফলে এখন ই যদি প্রশাষন কঠোর ভাবে ব্যবস্থা না নেই তা হলে বাংলার সংস্কৃতি নষ্ট হবে বলে মনে করে সমাজের ভালো মানুষ৷

গতকাল প্রথম বাংলাহান্টের কাছে অভিযোগ আসে কেন রৌদ্দুর রায়কে নিয়ে তখন বলা হয় ব্যবস্থা নেওয়া হবে না কি না? তা পর খবরটা আমরা প্রকাশিত করি৷ বিভিন্ন সোসাল সাইট বাংলার রবীন্দ্রনাথ প্রেমী মানুষরা বলেন তাতে অভিলম্বে গেপ্তার করা হোক৷ প্রশ্ন তুলেছে কিকরে এতো দিন সোসাল সাইট রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে গালাগালি দিয়ে ব্যবসা করছে? অনেক রবীন্দ্রনাথ প্রেমী মানুষের দাবী যদি রৌদ্দুর রায়কে গেপ্তার বা উপযুক্ত শাস্তি না দেওয়া হয় তা হলে বাংলার সংস্কৃতি আরো নষ্ট হবে আগামীদিন৷

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর