প্রথমবার জুটিতে রোহন-শোলাঙ্কি, অশান্ত পরিস্থিতিতেই শেষ শুটিং! মুক্তি পাচ্ছে কবে?

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের অস্থির পরিস্থিতিতেই শেষ হল রোহন-শোলাঙ্কির (Rohan-Solanki) ওয়েব সিরিজের শুটিং। প্রত্যেক বছর পুজোর আগে এই সময় রাজ্য জুড়ে থাকে সাজো-সাজো রব। কিন্তু এবছর ছবিটা একেবারে অন্যরকম। মেয়ে হারানোর শোকে মুহ্যমান গোটা রাজ্য। তাঁরই  বিচারের দাবিতে রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন। চিকিৎসকদের হাত ধরে তৈরি হওয়া এই আন্দোলন এখন দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে।

কবে মুক্তি পাচ্ছে রোহন-শোলাঙ্কির (Rohan-Solanki) ওয়েব সিরিজ?

প্রতিদিন বিক্ষোভ মিছিল কিংবা অবস্থান চলছে পালা করে। চলছে রাত দখল-ও। তবে আরজিকর কাণ্ডের এই প্রতিবাদ আন্দোলনের মধ্যেই তাল মিলিয়ে চলছে শুটিং। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই সদ্য শুটিং সম্পন্ন হয়েছে সৃজিত মুখার্জীর (Srijit Mukherjee) আসন্ন ওয়েব সিরিজ (Web Series) ‘বিষহরি’র। আসন্ন এই  বাংলা ওয়েব সিরিজে প্রথমবার জুটি বেঁধেছেন বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় মুখ তাঁরা  হলেন অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা রোহান ভট্টাচার্য (Rohan-Solanki)।

   

আসলে রহস্য রোমাঞ্চে মোড়া এই ওয়েব সিরিজে স্বামী স্ত্রী চরিত্রে দেখা যাবে তাঁদের (Rohan-Solanki)। এছাড়াও থাকছেন বাংলা বিনোদন জগতের এক ঝাঁক পরিচিত মুখ। রয়েছেন ময়না মুখোপাধ্যায়, শংকর চক্রবর্তী, অনিমেষ ভাদুড়ি কিংবা কৌশিক রায়ের মত অভিনেতা অভিনেত্রীরা। এই পরিস্থিতিতেই কলকাতার নানা জায়গায় ঘুরে শুটিং করেছেন পরিচালক।

আরও পড়ুন : একজন রোগীও বলেননি, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা উচিত! RG Kar কান্ড নিয়ে মুখ খুললেন বিডি মুখোপাধ্যায়

তবে শুটিং-এর ক্ষেত্রে সমস্যা তৈরি হলেও সকলের সহযোগিতায় কাজ থেমে থাকেনি বলেই জানিয়েছেন খোদ পরিচালক। তাঁর কথায় সকলে সহযোগিতা করায় কাজ থেমে থাকেনি। তাছাড়া নানান জায়গায় অগ্রিম বুকিং-ও করা ছিল। শুটিংয়ের ডেট-ও দেওয়া হয়ে গিয়েছিল অভিনেতাদের। ফলে শুটিং পিছিয়ে দেওয়ার-ও কোনোউপায় ছিল না। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী নভেম্বর মাসেই ওটিটি  প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে এই আসন্ন ওয়েব সিরিজ। আসন্ন এই ওয়েব সিরিজের গল্প ঠিক কেমন হতে চলেছে?

Rohan Solanki

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে আনন্দবাজার অনলাইনে খোদ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন,’এখন রহস্য রোমাঞ্চের গল্প দেখতেই বেশি পছন্দ করছেন দর্শক। তাই আবারও শৌভিক চক্রবর্তীর ‘বিষহরি’ উপন্যাস অবলম্বনে এক পারিবারিক রহস্যের গল্প দেখাতে চলেছি।’ কিন্তু রহস্যটা ঠিক কি নিয়ে তা পরিচালক  স্পষ্ট করে না জানালেও সূত্রের খবর পারিবারিক এক মনসা মূর্তিকে কেন্দ্র করেই এই ওয়েব সিরিজের দানা বাঁধতে চলেছে রহস্য।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর