সৌরভের রেকর্ড ভেঙেই অজিদের বিরুদ্ধে ৭৩৮০ দিন আগের বদলা নিতে চাইছেন রোহিত  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কাল আরও একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন আইসিসি (ICC) টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Team India)। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2003) ফাইনালের কথা এখনো নিশ্চয়ই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে আছে। গ্লেন ম্যাকগ্রা, রিকি পন্টিং, ডেমিয়েন মার্টিনরা যেন সেদিন স্টিম রোলার চালিয়ে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভারতীয় দলের ওপর দিয়ে। জোহানেসবার্গের সেই ফাইনালে পন্টিংয়ের সেঞ্চুরিতে ভর করে ৩৫৯ রান স্কোরবোর্ডে তুলেছিল অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে ব্রেট লি, ম্যাকগ্রাদের বিরুদ্ধে ২৩৪ রানের বেশি তুলতে পারেনি ভারত।

তার ২০ বছর পর আবার কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। ওই ম্যাচে হরভজন সিংহ (২/৪৯) বাদে বাকি ভারতীয় বোলারদের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন গিলক্রিস্ট, পন্টিং এবং মার্টিন। সৌরভ ও সেওবাগের পার্টনারশিপ এক সময় ভারতীয় সমর্থকদের আশা দেখাচ্ছিল যে হয়তো ম্যাচ জিততে না পারলেও সম্মানের রক্ষা করতে পারবে ভারত। কিন্তু সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড় আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোটা ভারতীয় ব্যাটিং লাইন-আপ।

এই মুহূর্তে ভারতের জার্সিতে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় (১৪১) রয়েছেন তিন নম্বরে। তার আগে রয়েছেন বিরাট কোহলি (২১৭) এবং গৌতম গম্ভীর (১৭২)। কাল যখন ভারত অধিনায়ক রোহিত শর্মা মাঠে নামবেন তখন তার সামনে সুযোগ থাকবে এই পাঁচ দিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে যাওয়ার।

Bcci rohit

রোহিত এই তালিকায় চার নম্বরে রয়েছেন। কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে তার মোট রান সংখ্যা ১৩২। চূড়ান্ত ফ্লপ না করলে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে যাবেন এমনটা আশা করাই যায়। আর যখন তিনি সৌরভকে টপকে যাবেন তখন সৌরভ নিজের উপস্থিত থাকবেন ওভারের ধারাভাষ্যকারদের ঘরে।

সৌরভ নিশ্চয়ই এতে অখুশি হবেন না। তবে যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০ বছরের পুরনো ক্ষত রোহিত শর্মারা মিটিয়ে দিতে পারেন তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় হয়তো আরও কিছুটা স্বস্তি পাবেন। একেবারে আনকোরা অনভিজ্ঞ দল নিয়ে ফাইনালে পৌঁছেছিলেন সৌরভ। ভিন্ন ফরম্যাট হলেও রোহিতের এই ভারত ২০০৩ সালের সেই দলের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ এমনটা বলেই যায়। তবে লড়াইটা একেবারেই সহজ হবে না।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর