এশিয়া কাপে অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোহিত, প্রথম ভারতীয় হিসাবে এই কীর্তি গড়বেন হিটম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আপাতত বিশ্রামে রয়েছে মূল ভারতীয় দল। ভারতীয় রিজার্ভ দল জিম্বাবোয়ে সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে গেছে। কিন্তু মূল যে দলটি এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে নামবে তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর থেকেই বিশ্রামে রয়েছেন। ২৭ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আরম্ভ হবে এবারের এশিয়া কাপ এবং ২৮ শে আগস্ট ভারতে নামবে ভারত যেখানে তাদের প্রতিপক্ষ হিসাবে থাকবে পাকিস্তান।

এই এশিয়া কাপে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কাছেও রয়েছে একটি বড় মাইলফলক ছোঁয়ার সুযোগ। আর ১১৭ রান করতে পারলেই তিনি এশিয়া কাপে হাজার রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি করবেন রোহিত। হিটম্যান এর আগে দুই কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার এই রেকর্ড করেছিলেন এবং এখন অবধি এশিয়া কাপে তারাই হলেন হাজার রানের গন্ডি অতিক্রম করা কোনও ক্রিকেটার। সেই দুই কিংবদন্তি শ্রীলঙ্কান হলেন সনৎ জয়সুরিয়া এবং কুমার সাঙ্গাকারা।

rohit sharma w

ইতিমধ্যেই এশিয়া কাপে বেশকিছু গুরুত্বপূর্ণ রেকর্ড রয়েছে রোহিত শর্মার। অধিনায়ক হিসেবে এশিয়া কাপে ইতিপূর্বে দুরন্ত ফর্মের ঝলক দেখিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলে তিনি দুটি অর্ধশতরান এবং একটি শতরান সহ ৩১৭ রান করেছেন। তার এভারেজ ১০৫.৬৬। একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে এশিয়া কাপের তার এভারেজ একশোর উপরে রয়েছে।

সম্প্রতি ভারতের আসন্ন ক্রীড়াসূচী নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। তিনি বলেছেন, “আমি মনে করি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮০-৯০ শতাংশ দল তৈরী হয়ে গেছে। এশিয়া কাপে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব তারপরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। তারপর আমরা অস্ট্রেলিয়ায় যাবো বিশ্বকাপ খেলতে। তবে এশিয়া কাপ ঘরের মাটিতে ওই দুই সিরিজের দল থেকে আমাদের অস্ট্রেলিয়া বিশ্বকাপের দল কিছুটা আলাদা হবে কারণ দুই দেশের পিচের চরিত্র সম্পূর্ণ অন্যরকম।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর