বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল ঘোষিত হয়েছে ভারতীয় দলের বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড। এমন নয় যে সেই স্কোয়াডটি দেখে প্রত্যেকে সন্তুষ্ট হয়েছেন। অনেকে বলেছেন যে স্কোয়াডটি মোটের ওপর ঠিকঠাকই নির্বাচিত হয়েছে। আবার অনেকে বেশ কিছু ক্রিকেটারের অন্তর্ভুক্তি এবং কিছু ক্রিকেটারকে সুযোগ না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচন প্রধান স্পষ্ট করে দিয়েছেন রাহুল দ্রাবিড় এবং ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলোচনা করি এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।
এরপর খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল রোহিত শর্মাকেও। তিনি অতীতেও বলেছিলেন যে কিছু এমন ক্রিকেটার যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও টিম কম্বিনেশনের কারণে সুযোগ পাননি, তাদের সঙ্গে আলোচনা বসে তার তরফ থেকে সবকিছু খোলসা করে বলাটা তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব বলে মনে করেন।
গতকাল দল ঘোষণার পর তাকে প্রশ্নের সম্মুখে পড়তে হয়েছিল যে বেশ কিছু সমালোচক যে দল নির্বাচনের সমালোচনা করছেন তাদের সম্পর্কে তার বক্তব্য কি? কিন্তু এই প্রশ্নের কোনও সরাসরি জবাব দেননি রোহিত শর্মা। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে দল নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেককে সন্তুষ্ট করা তার পক্ষে সম্ভব নয়।
তিনি বলেছেন, “শুধুমাত্র এখন না, বিশ্বকাপ চলাকালীনও আমি জানতে চাই না যে দল সম্পর্কে কে কেমন মন্তব্য করছেন। তাদের প্রশ্নর জবাব দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা প্রত্যেকে এখানে জাতীয় দলের হয়ে কাজ করছি। যাদের নেওয়া হয়েছে তারা প্রত্যেকে জানে যে তাদের কি করতে হবে।”
আরও পড়ুন: একদম ঠিক সময়ে BCCI-এর মুখে হাসি ফোটালেন এই তারকা! একাই ভারতকে জেতাবেন বিশ্বকাপ
ভারতের বিশ্বকাপের স্কোয়াড: রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, শুভমান গিল, ঈশান কিষাণ, লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল।