আমরা কেন বিশ্বকাপ জিতবো জানেন? কিউয়িদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের বড় রহস্য ফাঁস রোহিতের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। কিন্তু তাদের আসল পরীক্ষা নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সেমিফাইনালের ম্যাচেই হবে। নিউজিল্যান্ডকে ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) একবার হারিয়েছে ভারত। কিন্তু লিগের ম্যাচ এবং নকআউট পর্যায়ের মধ্যে তফাৎ প্রচুর। কিন্তু এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী দেখা গেল রোহিত শর্মাকে।

রোহিত শর্মা নিজে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি তার নেতৃত্বেরও প্রশংসা হচ্ছে। অথচ কয়েক মাস আগে পরিস্থিতি এরকম ছিল না। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের জন্য বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মাঠে সিরিজ হাড়ের জন্য এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনওক্রমে ভারতীয় দলকে সিরিজ বাঁচাতে দেখে অনেকেই সমালোচনা করেছিলেন প্রবলভাবে।

   

কিন্তু এই বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স তাদের মুখ বন্ধ করে দিয়েছে। ১৫ ই নভেম্বর সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগের দিন সাংবাদিকদের সামনে এসে রোহিত শর্মা বলে গেলেন কি কারনে তাদের এই দলের এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখা যাচ্ছে।

happy team india wc

আরও পড়ুন: ধোনি ও কোহলিকে পেছনে ফেলেছেন! কিন্তু সচিনকে টপকাতে ব্যর্থ হলেন শুভমান গিল

রোহিত শর্মা বলেন, “এই দলটার সৌন্দর্য কোথায় জানেন? ১৯৮৩ সালে আমরা যখন বিশ্বকাপ জিতেছিলাম তখন এদের কারও জন্মই হয়নি; ২০১১ বিশ্বকাপে যখন আমরা জিতলাম তখন অর্ধেক খেলাই শুরু করেনি। আমরা কিভাবে আগের দুটো বিশ্বকাপ জিতেছি, সেই বিষয় নিয়ে কিন্তু দলের কাউকে সারাক্ষণ কথা বলতে দেখবেন না। সবাই বেশিরভাগ সময় নিজের পারফরম্যান্সে উন্নতি কিভাবে করা যায়, কিভাবে দলের আরও ভালো হতে পারে সেটা নিয়েই চিন্তায় থাকে। এখনকার দলটার খেলোয়াড়গুলোর সৌন্দর্য এখানেই।”

আরও পড়ুন: সেমি না জিতলেও বিশ্বকাপ ফাইনালে ভারত! ICC-এর সিদ্ধান্ত নিয়ে হতাশ বাংলাদেশ ও পাকিস্তান ভক্তরা

চলতি বিশ্বকাপে এবং তার আগে এশিয়া কাপে ভারতীয় দলের পারফরম্যান্স সত্যিই অভূতপূর্ব। ক্রিকেটার কোনও না কোনও ম্যাচে ম্যাচে জয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু নকআউট ম্যাচে একটা ভুল বড় তফাৎ গড়ে দিতে পারে। তাই রোহিত শর্মাদের সতর্ক থাকতেই হবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর