টি২০-বিশেষ রেকর্ড থেকে মাত্র তিন পা দূরে রোহিত শর্মা, কোহলি-ধোনির থেকে বহু এগিয়ের হিটম্যান

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে চার মাস পর দুবাইতে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। লীগের এই ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। একদিকে যেমন জয় তুলে নেওয়ার লক্ষ্যে আজ মরিয়া হয়ে মাঠে নামবেন রোহিত এবং ধোনি ব্রিগেড। তেমনি অন্যদিকে অন্য একটি বড় রেকর্ডের দিকেও নজর থাকবে হিটম্যানের।

এই ম্যাচে আর মাত্র তিনটি ওভার বাউন্ডারি হাঁকাতে পারলেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ ছক্কা মারার রেকর্ড গড়বেন রোহিত শর্মা। কার্যত অন্যান্য ভারতীয় ব্যাটসম্যানদের তুলনায় এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। চেন্নাই অধিনায়ক ধোনি হন বা আরসিবি অধিনায়ক বিরাট কোহলি কারোরই এই রেকর্ড নেই। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে তিনশোর বেশি ছক্কা মারার তালিকায় নাম রয়েছে মোট চারজন ভারতীয় ব্যাটসম্যানের।

এদের মধ্যে চার নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ৩৩৮ টি টি -টোয়েন্টি ম্যাচে ৩০৩টি ছক্কা মেরেছেন তিনি। তিন নম্বরে রয়েছেন কোহলি। ৩১১ টি টি -টোয়েন্টি ম্যাচে ৩১৫ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থান মিস্টার আইপিএল সুরেশ রায়নার। ৩৩১ টি টি -টোয়েন্টিতে তার সংগ্রহে রয়েছে ৩২৪ টি ছক্কা। এই তালিকায় সবার ওপরে অবশ্যই হিটম্যান। মোট ৩৫০ টি টি-টোয়েন্টি খেলে ৩৯৭ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

rohit sharma ipl

যদিও সারা বিশ্বের নিরিখে দেখতে গেলে টি-টোয়েন্টিতে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের দখলে। তালিকার প্রথম স্থানে ইউনিভার্স বস ক্রিস গেইল। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার ছক্কা মারার রেকর্ডও পূরণ করে ফেলেছেন তিনি। মাত্র ৪৪৬ টি টি -টোয়েন্টি খেলে তার সংগ্রহে রয়েছে ১০৪৬ টি ছক্কা। এর পরেই রয়েছেন কিরন পোলার্ড, মাত্র ৫৬১টি টি-টোয়েন্টিতে ৭৫৫ ছক্কা মেরেছেন তিনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর