‘এদিকে তাকিয়ে আছিস কেন’?…’ কাকে ধমক দিলেন রেহিত?

চলছে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। ভারতের দমদার পারফরম্যান্স দেখে মুগ্ধ গোটা দুনিয়া। এই সিরিজের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। আর তারপর থেকে ফিরেছে ভারতের ভাগ্য। কিছুদিন আগেই ডেথ ওভারে রিঙ্কু সিং ও সূর্য কুমার যাদবকে দিয়ে বল করিয়ে চর্চায় এসেছেন নয়া কোচ। তারপরেই আর্শদীপের এই ধরনের ব্যাটিং বিতর্ক। সব মিলিয়ে জমে উঠেছে ভারত স্ট্রিলঙ্কা সিরিজ।

আবারও ঘটল এইরকমই ঘটনা। সিরিজের প্রথম ম্যাচে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মার (Rohit Sharma) কিছু বিশেষ অঙ্গভঙ্গি। এই নিয়েই আবারও চর্চায় উঠে এসেছে ক্যাপ্টেনের নাম। স্ট্যাম্প মাইকে শোনা গিয়েছে তাঁর মজাদার একটি কথা। সেই নিয়ে উত্তাল নেট দুনিয়া। অনুরাগীরা জানতে চাইছে কাকে এমন কথা বলল রোহিত (Rohit Sharma)?

   

Rohit Sharma

রোহিত শর্মা (Rohit Sharma)এই কথাটি বলেছিলেন কে এল রাহুলকে

রোহিত শর্মা এই কথাটি বলেছিলেন কে এল রাহুলকে। ম্যাচ চলাকালীন একটি বলে এলবিডব্লিউ আউটের দাবি করেন রোহিত। কিন্তু, আম্পায়ার জানিয়েছেন প্লেয়ারটি নট আউট। ফলে রিভিউ নেবেন কি না তো নিয়ে দ্বন্দ্বে পড়েন তিনি। স্ট্যাম্পের পিছনেই ছিলেন কে এল রাহুল। তাই তিনি তাঁকে জিজ্ঞাসা করলে, রাহুল উপরন্তু রোহিতের দিকে তাকিয়ে থাকে। এই জন্যই অবাক হয়ে যান রোহিত।

তিনি বলেন, ‘তুই আমার দিকে কেন তাকিয়ে আছিস? স্ট্যাম্পের পিছনে তো তুই দাঁড়িয়ে। আমায় বল আউট কি না। বলেই হেসে ফেলেন রোহিত।’ তাঁর এই কথা শোনা যায় স্ট্রামপের মাইকে। এর আগেও ধোনির এরকম একাধিক কথা শোনা যেত স্ট্যাম্পে। সেই পুরোনো দিনের স্মৃতিচারণে ভেসেছেন অনুরাগীরা। বিরাটের চিকু নামটি সেখান থেকেই জানা। মাঠে বিরাটকে ধোনি চিকু নামেই ডাকেন। এমনটাই জানিয়েছিলেন বিরাট।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর