দীর্ঘদিন জেল হেফাজতে থাকার পর অবশেষে প্যারাগুয়ের জেল থেকে ছাড়া পেলেন কিংবদন্তি রোনাল্ডিনহো।

গত মার্চ মাসে জাল পাসপোর্ট নিয়ে ধরা পড়েন কিংবদন্তি ব্রাজিলিয় ফুটবলার রোনাল্ডিনহো। জাল পার্সপোর্ট ব্যবহার করার অপরাধে শাস্তি হিসাবে তাকে জেল হেফাজতে পাঠানো হয়। জেলের মধ্যেই রোনাল্ডিনহো ফুটভলি খেলছিলেন সেই ছবি কয়েক দিন আগেই ভাইরাল হয় স্যোসাল মিডিয়ায়।

তবে এবার 32 দিন জেল হেফাজতে থাকার পর অবশেষে প্যারাগুয়ের জেল থেকে ছাড়া পেলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই তারকা মিডফিল্ডার। তবে এই স্বস্তির মধ্যেই অস্বস্তিতে পড়তে হল রোনাল্ডিনহোকে। করোনা আতঙ্কের মধ্যেই যেহেতু জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি তাই এখন রোনাল্ডিনহোকে হাউস আরেস্ট হিসাবে থাকতে হবে একটি হোটেলে।

রোনাল্ডিনহো এবং তার ভাই অবশেষে 13 লক্ষ পাউন্ডের বিনিময়ে শর্তসাপেক্ষে জেল থেকে ছাড়া পেলেন। এই মুহূর্তে করোনা আতঙ্কের কারনে গোটা বিশ্ব জুড়ে লকডাউন চলেছে। গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে বিভিন্ন ক্রীড়াবিদদের। সেই কারণে এখন জেল থেকে ছাড়া পেলেও বাড়ি ফেরা হবে না রোনাল্ডিনহোর, তাকে গৃহবন্দি অবস্হায় একটা হোটেলেই থাকতে হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর