ইতালি সরকারের সবুজ সংকেত নিয়ে শুরু হতে চলেছে রোনাল্ডোদের লিগ।

করোনা আতঙ্ক কাটিয়ে মাঠে ফিরেছে ফুটবল। শুরু হয়েছে বুন্দেসলিগা। বুন্দেসলিগার পরে এবার করোনা আতংক কাটিয়ে শুরু হতে চলেছে ইতালির সিরি এ ফুটবল লিগ। করোনার কারণে প্রায় তিন মাস বন্ধ ছিল সিরি এ লীগ। এবার করোনা আতঙ্ক কাটিয়ে 20 ই জুন থেকে ফের শুরু হতে চলেছে এই লীগ। তবে তার তিনদিন আগে শুরু হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগও।

ইতালি সরকারের তরফ ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে সিরি এ লীগ শুরু করার ব্যাপারে। ইতালির ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়েছে 20 ই জুন থেকে শুরু হতে পারে সিরি এ লীগ। ইতিমধ্যে ইতালির বিভিন্ন ফুটবল ক্লাব গুলি তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। এছাড়াও ইতালিয়ান ফুটবল লীগের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটিও বাকি রয়েছে। ইতিমধ্যে সেই ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন।

245340140fb4ab73ee8c4b41327696c06722c7cc9625fea6d3ccb00591cdb4a31533cc8fb

করোনার কারণে সিরি এ এর ম্যাচ বন্ধ হয়ে যায় 9 ই মার্চ। ইতিমধ্যেই এই লীগের 26 রাউন্ড খেলা হয়ে গিয়েছে এখনো বাকি রয়েছে 12 রাউন্ড। সরকারি অনুমতি নিয়ে এবার সেই রাউন্ড গুলি শুরু করতে চলেছে ইতালি ফুটবল ফেডারেশন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর