হাত বা তুলি নয়, জিভ দিয়ে উলটো করে লতা মঙ্গেশকরের ছবি এঁকে চমকে দিলেন কাঁচরাপাড়ার রনি বিশ্বাস!

বাংলাহান্ট ডেস্ক: ছবি আঁকতে এবং ছবি আঁকা (Painting) দেখতে ভালবাসে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অনেকে রীতিমতো ভাল‍ ছবি আঁকেন। অনেকের আবার আঁকিয়ে হিসাবে বেশ নামডাক রয়েছে। কিন্তু হাত বা পায়ের বদলে জিভ দিয়ে ছবি আঁকতে দেখেছেন কাউকে? কিংবদন্তি লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) ছবি এঁকে সকলকে চমকে দিয়েছেন শিল্পী রনি বিশ্বাস (Roni Biswas)। তাও আবার পুরো ছবিটা তিনি এঁকেছেন জিভ দিয়ে (Tongue Painting)!

কাঁচরাপাড়ার শহিদপল্লির বাসিন্দা রনি বিশ্বাস। আঁকতে ভালবাসেন তিনি। শিল্পী হিসাবে খ‍্যাতিও আছে বেশ। মূলত হাত দিয়ে রঙ তুলির সাহায‍্যেই ছবি আঁকেন তিনি। এতদিন ধরে তাই এঁকে এসেছেন। মাদার টেরিজা থেকে শুরু করে কেকে, অরিজিৎ সিং এর মতো তারকাদের নিখুঁত প্রতিকৃতি তিনি ফুটিয়ে তুলেছেন রঙ তুলির সাহায‍্যে।


শিল্পী হিসাবে বিশেষ সম্মানও পেয়েছেন রনি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তাঁর। কিন্তু শিল্পী মানেই নতুনত্বের খিদে। প্রতিটি কাজে ক্রিয়েটিভিটি দেখানোর ঝোঁক। সেই খিদে থেকেই নতুন ধরণের কিছু করার ইচ্ছা মাথাচাড়া দিয়ে ওঠে তাঁর। আর তারপরেই ছবি আঁকার এই নতুন পদ্ধতির উদ্ভাবন। তুলি নয়, জিভ দিয়ে ছবি এঁকেছেন রনি।

এভাবে ছবি আঁকতে গিয়ে চ‍্যালেঞ্জের মুখেও পড়েছেন শিল্পী। জিভ দিয়ে ছবি আঁকতে গেলে মুখের মধ‍্যে রঙ ঢুকে যাওয়ার ঝুঁকি থাকে। কিন্তু বুদ্ধি খাটিয়ে বাধা টপকেও গিয়েছেন। উলটো করে জিভ দিয়ে সুরসম্রাজ্ঞীর ছবি এঁকেছেন রনি। তাও মাত্র মাত্র ২ মিনিটে। রনির পেশায় ছোট ব‍্যবসায়ী। মধ‍্যবিত্ত পরিবার। কিন্তু ছেলের প্রতিভা যাতে যথাযথ স্বীকৃতি পায় সেই চেষ্টাই করে চলেছেন বাবা মা‌।

অভাবনীয় পদ্ধতিতে আঁকা রনির ছবি দেখে উচ্ছ্বসিত তাঁর বাবা মা। ছেলের প্রতিভা ধরে রাখতে সবরকম আর্থিক সাহায‍্য করতে রাজি বলে জানিয়েছেন তাঁর বাবা। ছেলে রনি মুখ উজ্জ্বল করেছে তাঁদের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর