জাপানেও পাত্তা পাচ্ছেন না আমির, মাত্র ১৭ দিনে ইতিহাস রচনা করে ‘থ্রি ইডিয়টস’কে পেছনে ফেলল RRR

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের মার্চে আরো এক ব্লকবাস্টার ছবি উপহার দেন পরিচালক এস এস রাজামৌলি। মুক্তি পায় আর আর আর (RRR)। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি মাত্র কয়েক মাসেই ছুঁয়ে ফেলেছিল ১০০০ কোটি টাকার মাইলফলক। বছর শেষ হতে চলল কিন্তু এখনো দর্শক মহলে আর আর আর নিয়ে উন্মাদনা কমেনি এতটুকুও।

এবার আমির খানের সুপারহিট ছবি ‘থ্রি ইডিয়টস’কেও ছাপিয়ে গেল আর আর আর। তবে সেটা এদেশে নয়, জাপানে। গত ২১ অক্টোবর জাপানে মুক্তি পেয়েছিল আর আর আর। সেই উপলক্ষে সেদেশে গিয়েছিলেন রাম চরণ, রাজামৌলি এবং জুনিয়র এনটিআরও। মাত্র ১৭ দিনেই ইতিহাস রচনা করল আর আর আর।

JR NTR Ram Charan RRR Movie Highlights
জাপানে মুক্তি প্রাপ্ত আর্থিক দিক থেকে সবথেকে বেশি সফল ভারতীয় ছবির মধ‍্যে তিন নম্বরে উঠে এসেছে রাজামৌলির ছবি। সারা জাপান জুড়ে মোট ২০৯ টি স্ক্রিন এবং ৩১ টি আইম‍্যাক্স স্ক্রিনে মুক্তি পেয়েছিল আর আর আর। এই কদিনেই ১৮০ মিলিয়ন জাপানিজ ইয়েন তুলে ফেলেছে আর আর আর।

জাপানে মুক্তি প্রাপ্ত ব‍্যবসায়িক দিক থেকে সবথেকে সফল ছবিগুলির তালিকায় প্রথম স্থানে রয়েছে রজনীকান্ত অভিনীত ‘মুথু’। ২৪ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি ৪০০ মিলিয়ন জাপানিজ ইয়েনের ব‍্যবসা করেছিল। দ্বিতীয় স্থানে রয়েছে রাজামৌলিরই আরেকটি ম‍্যাগনাম ওপাস ‘বাহুবলী ২’। মোট ৩০০ জাপানিজ ইয়েনের ব‍্যবসা করেছিল ছবিটি।

এতদিন তালিকার তিন নম্বর ধরে রেখেছিল বলিউডের ‘থ্রি ইডিয়টস’। ১৭০ মিলিয়ন জাপানিজ ইয়েন তুলতে পেরেছিল আমিরের ছবি। কিন্তু আর আর আর ছাপিয়ে গেল থ্রি ইডিয়টসকেও। নিঃসন্দেহে এটা দক্ষিণী ইন্ডাস্ট্রির জন‍্য অত‍্যন্ত ভাল খবর।

চলতি বছরের সর্বপ্রথম ব্লকবাস্টার ছিল আর আর আর। তেলুগুতে তো বটেই, ছবির হিন্দি সংষ্করণটিও উল্লেখযোগ‍্য ব‍্যবসা করেছিল। মাত্র মাস খানেকের মধ‍্যেই গোটা বিশ্বের নিরিখে ১০০০ কোটি টাকারও বেশি ব‍্যবসা করেছিল আর আর আর। শোনা গিয়েছিল, এ বছর অস্কারের মনোনয়নে ভারত থেকে এই ছবিটিকেই পাঠানো হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর