গণপিটুনি শব্দ ভারতের ঐতিহ্য নেই: মোহন ভাগবত, আরএসএস প্রধান

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যে ভাবে গণ পিটুনির পরিমাণ বেড়েছে তাতে বারবার কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল উঠেছে৷ বারবার সংখ্যালঘুদের পিটিয়ে মারা হচ্ছে এমনটাই অভিযোগ উঠেছে তবে এবার নাগপুরে বাত্সরিক দশেরা উত্সবের মঞ্চ থেকে গণপিটুনি প্রসঙ্গে এক অভিনব বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ গণপিটুনির মধ্য দিয়ে ভারতের এবং সমগ্র হিন্দু সমাজের মানহানি করার চেষ্টা চলছে ঠিক এমনটাই বলেন আরএসএস প্রধান পাশাপাশি ভারতের ঐতিহ্যের মধ্যে গণপিটুনির শব্দ কোথাও নেই বলেও জানান তিনি৷ তাই উত্তেজক মন্তব্য ব্যবহার না করা এবং উত্তেজনামূলক কাজে প্ররোচনা না দেওয়া আশ্বাস দিয়েছেন তিনি৷ একই সঙ্গে এ ধরনের ঘটনার থেকে সচেতনতা গড়ে তুলতে প্রচার চালানোর পরামর্শ দেন তিনি৷

মঙ্গলবার এ প্রসঙ্গে বলতে গিয়ে মোহন ভাগবত সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে বিরোধী দলগুলি যে ভাবে বিজেপি সরকারের দিকে মানুষের নেতিবাচক মনোভাব সৃষ্টি করার চেষ্টা চলছিল তা নিয়ে নিন্দা প্রকাশ করেন৷ 370 ধারার প্রসঙ্গ টেনে মোহন ভাগবত বলেন,” 370 ধারার রোধের মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে মানুষের ভাবাবেগ ও আকাঙ্ক্ষাকে পূরণ করার সাহস রয়েছে এই সরকারের”৷ শুধু এখানেই থেমে থাকেন নাই বিরোধীদের বিরুদ্ধে এক হাত নিয়ে কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা এবং তাদের নিরাপদে জীবনযাপন করার কাজ এখনও বাকি রয়েছে বলে জানান তিনি৷

   

শুধু বিরোধী দলের নয় পাকিস্তানকে কটাক্ষ করে,” ভূ সীমান্তগুলিতে পাহারা ও চেক পোস্টের সংখ্যা বাড়াতে হবে এবং জলপথের সীমান্ত বিশেষত দ্বীপগুলিতে নজরদারি বাড়াতে হবে” বলে জানান মোহন ভাগবত৷ গণপিটুনির প্রসঙ্গ তুলেই জাত মত ভাষা প্রান্ত ইত্যাদির ভিত্তিতে পরস্পরকে পৃথক করা ও পারস্পরিক মতভেদ উস্কে দিয়ে আগে থেকেই চলে আসা বিভেদের ফাটল আরও বাড়িয়ে দেওয়া, মনগড়া কৃত্রিম পরিচয়ের ভিত্তিতে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এই দেশের অভিন্ন সামাজিক ধারাতে বিভিন্ন পরস্পর বিরোধী প্রবাহ উত্পন্ন করার চেষ্টা চলছে বলেও জানান তিনি৷

গণপিটুনি প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধেও এক হাত নেন মোহন ভাগবত, না জেনে বুঝেই অসংলগ্ন ভাবে প্রকাশিত কিছু ঘটনার ব্যাপারে নিন্দা প্রকাশ করেন তিনি৷ অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এই সমস্ত ঘটনার কখনও সমর্থন করেনি বলেও মত প্রকাশ করেছেন মোহন ভাগবত৷

সম্পর্কিত খবর