‘RSS কখনও জয় সিয়া রাম বলে না’, ভারত জোড়োতে অদ্ভুত দাবি রাহুল গান্ধীর

বাংলাহান্ট ডেস্ক : ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) মঞ্চ থেকে রাহুল আক্রমণ শানালেন বিজেপি (BJP) এবং আরএসএসকে (RSS)। বিজেপি বা সংঘের মূল রাজনৈতিক হাতিয়ার হিন্দুত্বকেই এবার নিশানা করলেন সোনিয়া (Sonia Gandhi) পুত্র। এদিন রাহুল বলেন, তিনি ‘জয় সিয়া রাম’ বলেন না, বরং, তার বদলে বলেন, ‘জয় শ্রী রাম’। এর কারণও নিজের মুখেই জানালেন রাহুল (Rahul Gandhi)। তিনি বলেন তিনি শ্রী রামের পুজো করলেও মা সীতার উপাসনা তিনি করেন না।

এর পর রাহুল গান্ধীর বক্তৃতায় উঠে আসে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের করা একটি মন্তব্যে। খাড়গে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘রাবন’ বলে উল্লেখ করেছিলেন। এরপরই অভিমানী সুর শোনা যায় মোদির গলায়। তিনি অভিযোগ করে বলেন, বিপক্ষ নেতারা তাঁকে ‘রাবন’, ‘আরশোলা’ বলে অপমান করেন। রাহুলের ভাষণে এদিন উঠে আসে ‘জয় সিয়া রাম’ এবং ‘জয় শ্রী রাম’ এর তফাৎও।

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা এই মুহুর্তে মধ্যপ্রদেশে রয়েছে। রাজ্যের আগড় মালওয়া থেকে এদিন বক্তৃতা দেন রাহুল। তিনি বলেন, ‘জয় সিয়া রাম’ বা ‘জয় সীতা রাম’ মানে রাম এবং সীতা এক। তাহলে আরএসএস কিভাবে জয় সিয়া রাম বলতে পারে? তাদের সংগঠনে কোনও মেয়ে নেই।

রাহুল গান্ধী এদিন আরও বলেন, “মহাত্মা গান্ধী বলতেন, ‘হে রাম’। এই কথার অর্থ আমাদের মধ্যেই রয়েছেন শ্রী রাম। আমাদের উচিত তাঁকে অনুসরণ করা।” রাহুল জানান, ‘দ্বিতীয় স্লোগান হলো জয় সিয়া রাম। অর্থাৎ সীতা এবং রাম একই। শ্রী রামের জীবনধারা, এবং তিনি যা করেছেন মা সীতার জন্য তা আমাদের অনুসরণ করা উচিত।’ তিনি আরও জানান, একজন পণ্ডিত তাঁকে এগুলো শিখিয়েছেন। তিনি ভারত ভ্রমন কালে অনেক কিছুই শিখেছেন বলেও দাবি করেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর