‘স্কুলে চালানো হচ্ছে RSS শিবির, চলছে ছাত্র-ছাত্রীদের মগজ ধোলাই’ : বিস্ফোরক পর্যটন মন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি তথ্য পাওয়া গেছে যে শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলে RSS-র একাধিক শিবির তৈরি হয়ে চলেছে৷ শুধু তাই নয় এই RSS-র শিবিরগুলিকে অনুমোদিত করছে মধ্যশিক্ষা পর্ষদ। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন এরকম কাজ-কর্ম চালানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন পর্যটন মন্ত্রী গৌতম দেব৷ শুধু তাই নয় এমনকি তিনি অভিযোগ জানিয়েছেন যে শিবিরগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদের রীতিমতন ‘মগজধোলাই’ করা হচ্ছে৷ এমন মন্তব্যের মাধ্যমে গৌতম দেব এই অনৈতিক ও অপ্রাসঙ্গিক কাজকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনিক কর্তাদের উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন৷

images 4 7

খবর পাওয়া গেছে যে উত্তরবঙ্গ বিদ্যাভারতী পরিচালিত শিলিগুড়ি সারদা শিশুতীর্থে RSS-র একাধিক শিবির হচ্ছে৷ এই প্রসঙ্গ তুলে আজ গৌতম দেব বলেন, “আমি জেলাশাসকের সঙ্গে আলোচনা করব৷ ওই স্কুলে RSS-র বিভিন্ন ক্যাম্প তৈরি করা হচ্ছে৷ আমরা স্কুল কর্তৃপক্ষকে বলবো৷ শিক্ষা দপ্তরের নজরে এই বিষয়টা আনতেই হবে৷ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলে এই ধরনের ক্যাম্প কোনওভাবেই বাঞ্ছনীয় নয়৷ শিক্ষার জায়গাতে শিক্ষাই হোক৷ একেবারে ছোটো বয়স থেকে এভাবে মগজধোলাই করা হতে দেওয়া যায় না৷”

এই ঘটনাকে আরো স্পষ্ট করেছেন উত্তরবঙ্গ বিদ্যা ভারতীর সম্পাদক পার্থ ঘোষ তিনি শিকার করে জানিয়েছেন যে সরকার অনুমোদিত স্কুলে RSS শিবির চলছে৷ এই প্রসঙ্গে তিনি বলেন, “এই স্কুলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর অনুমোদন আছে এটা যেমন ঠিক, অন্যদিকে এটাও সকলের জেনে রাখা দরকার যে এটি আদপে একটি বেসরকারি স্কুল৷ তথাপি স্কুল যখন ছুটি থাকে তখন আমরা অন্য কাউকে স্কুল ব্যবহার করার অনুমতি দিতেই পারি৷ সরকারি নানা স্কুলে ছুটির সময় অনেক রাজনৈতিক দলের কর্মসূচিও হয়৷ আমরা কোনও রাজনৈতিক দলকে স্কুল ব্যবহার করতে দিই না৷ এখন স্কুল ছুটি চলছে৷ RSS স্কুলের মাঠে শিবির করতে চেয়েছিল তাই দেওয়া হয়েছে৷ এতে পঠনপাঠন বিঘ্নিত হচ্ছে না৷ ছাত্রছাত্রীদের মগজধোলাইয়ের অভিযোগ ভিত্তিহীন৷”

Avatar
Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর