গোহারা হেরেছেন নির্বাচনে, এবার ত্রাণ বিলোতে গিয়ে সপাটে চড় খেলেন রুদ্রনীল

বাংলাহান্ট ডেস্ক: ত্রাণ বিলি করতে গিয়ে চড় খেতে হচ্ছে! শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমনটা ঘটেছে রুদ্রনীল ঘোষের (rudranil ghosh) সঙ্গে। ভবানীপুরে ত্রাণ বিলি করতে গিয়ে সপাটে চড় খেলেন বিজেপি (bjp) নেতা। এমন অতর্কিত হামলায় হতবাক রুদ্রনীল অভিযোগ দায়ের করেছেন পুলিসে। অভিযোগের তীর তৃণমূলের দিকে।

ঠিক কী হয়েছে ঘটনাটা? ভবানীপুরের ৭১ নং ওয়ার্ডে বিজেপির কয়েকজন কর্মীকে নিয়ে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন রুদ্রনীল। ঘটনাস্থলে গিয়েই শুরু হয় ঝামেলা। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ওখানকার কয়েকজন বিজেপি নেতাও উপস্থিত ছিলেন।

Needed a film festival at this huge cost in the Corona atmosphere? Rudranil Ghosh
এই ডামাডোলের মাঝেই হঠাৎ করেই এক চড় উড়ে এসে পড়ে রুদ্রনীলের গালে। ঘটনার আকস্মিকতায় টাল সামলাতে পারেননি তিনি। চশমা ছিটকে পড়ে যায় মাটিতে। আচমকা এমন কাণ্ডে হতভম্ব হয়ে গিয়েছেন রুদ্রনীল। এই ঘটনার সম্পূর্ণ দায় তিনি চাপিয়েছেন ভবানীপুর ৭১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবলু সিংয়ের উপর। কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেছেন রুদ্রনীল।

অপরদিকে রুদ্রনীলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব‍্য, রুদ্রনীলের গায়ে হাতই তোলা হয়নি। বচসা হয়েছিল ঠিকই কিন্তু তারপর তাঁকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। উপরন্তু তৃণমূল প্রশ্ন তুলেছে, রুদ্রনীলের আনা খাবারে বিষ মেশানো ছিল কিনা তাই বা কে বলতে পারে?

তৃণমূলের সাফ বক্তব‍্য, ভবানীপুরে প্রশাসন যথেষ্ট সচেতন। এখানকার বাসিন্দাদের কোনো সমস‍্যাই নেই। রুদ্রনীল ভবানীপুরেই বিজেপির হয়ে নির্বাচনে লড়েছিলেন। তাহলে সব জেনে শুনেও কেন ত্রাণ নিয়ে এলেন তিনি। পালটা বিজেপির তারকা সদস‍্যের বক্তব‍্য, ত্রাণ দেওয়ার জন‍্য এমন কোনো নিয়ম আছে নাকি?

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর