হারাধনের বাকি আটটি ছেলে সাজছে এখন ন‍্যাকা! ফের ‘অনুমাধব’ প‍্যারোডি রুদ্রনীলের, বিঁধলেন শাসক দলকে

বাংলাহান্ট ডেস্ক: রাখির দিনে বীরভূমে ধুন্ধুমার। দশবার সিবিআইকে এড়িয়ে শেষমেষ নিজের বাড়ি থেকেই আটক অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), পরবর্তীকালে গ্রেফতার। গোরু পাচার কাণ্ডে পরপর দশবার সিবিআই হাজিরা এড়ালেও শেষরক্ষা হয়নি। রাজ‍্যে শাসক দলের কাটা ঘায়ে নুনের ছিঁটে দিয়ে ফের ‘অনুমাধব’ আক্রমণ রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)।

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে পরোক্ষে কটাক্ষ করে রুদ্রনীলের ‘অনুমাধব’ প‍্যারোডি আগেই জনপ্রিয় হয়েছিল‌। রাখিবন্ধনের দিনে বীরভূমের ‘কেষ্ট’র গ্রেফতারির খবর পেয়ে রুদ্রনীল সরস প্রশ্ন করেছিলেন, “অনুমাধব অনুমাধব তোমার বাড়ি যাব। আজ রাখির দিনে রাখি কি কেউ পাবো?”

Anubrata rudranil

শুক্রবার গুছিয়ে বসে ‘অনুমাধব দুই’ শোনালেন রুদ্রনীল। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক বিজেপির তারকা সদস‍্য। বিদ্রুপ করে তাঁর বক্তব‍্য, বঙ্গবাসী এবার চড়াম চড়াম করে ঢাক বাজাবে। গোরুরাও নিশ্চিন্তে মাঠেঘাটে ঘুরে বেড়াবে। আদালতে সব চোর জোচ্চোররা হাজির হয়েছে সত‍্যিটা বলতে, কে কতটা ঘাস খেয়েছে।

অনুব্রতর ‘গুড় বাতাসা’ মন্তব‍্য নিয়ে রুদ্রনীলের কটাক্ষ, ‘পুজোর আগেই বঙ্গবাসীর মনে বড্ড আশা, সব ব‍্যাটাকে যত্ন করে খাওয়াও গুড় বাতাসা’। পাশাপাশি রাজ‍্যের শাসক দলকেও কটাক্ষ করেছেন তিনি। কিছুদিন আগেই এক সাংবাদিক বৈঠক করেছিলেন ফিরহাদ হাকিম, ব্রাত‍্য বসু সহ তৃণমূলের হেভিওয়েটরা। সম্পত্তি বৃদ্ধি নিয়ে আদালতে জনস্বার্থ মামলায় পক্ষ হয়েছে ইডি। এ বিষয়েই সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূল নেতামন্ত্রীরা দাবি করেন, একা তৃণমূল নয়। আদালতের দেওয়া তালিকায় বাম, কংগ্রেস নেতাদেরও নাম রয়েছে।

রুদ্রনীলের পরোক্ষে আক্রমণ, হারাধনের দুটি ছেলে একা হয়ে পড়েছে। যাদের জন‍্য চুরি করা তারাই কিনা এখন চোর বলছে! অন‍্যদিকে বাকি আটটি ছেলে মায়ের কথায় ন‍্যাকা সাজছে। মিডিয়া ডেকে বলছে, তারা চোর নয়। অন‍্য দুজনের সঙ্গে কোনো সম্পর্কই নেই!

হাসিমুখে রুদ্রনীলের ভবিষ‍্যৎবাণী, লাইন তো সবে শুরু হয়েছে। লাইন আরো বাড়বে। বৃহস্পতিবারও সংবাদ মাধ‍্যমের সামনে কটাক্ষ করেছিলেন অভিনেতা, পশ্চিমবঙ্গের জেলে তো এত জায়গা নেই। তাই পড়শি রাজ‍্যের জেলে যদি জায়গা করে দেওয়া হয় তাহদে পার্থ আর অনুব্রত রাখি নিয়ে আলোচনা করতে পারেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর