দুয়ারে গর্ত! পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ‍্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হতে খোঁচা রুদ্রনীলের

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহান্তে শোরগোল রাজ‍্য রাজনীতিতে। আদালতের নির্দেশে এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি আধিকারিকরা হানা দেয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়ের (Partha Chatterjee) বাড়িতে। সকাল থেকে নাকতলার বাড়িতেই চলছে একটানা জিজ্ঞাসাবাদ। ইডি আধিকারিকদের আরেকটি দল যায় পার্থ চট্টোপাধ‍্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ‍্যায়ের (Arpita Mukherjee) বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয়েছে টাকার পাহাড়।

দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে থাকেন অর্পিতা মুখোপাধ‍্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতেও হানা দিয়েছিল ইডি। উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা, সঙ্গে বেশ কয়েকটি মোবাইল ফোন‌। পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে নিয়ে ইতিমধ‍্যেই খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা। ব‍্যঙ্গের সুরে তীব্র কটাক্ষ শানিয়েছেন রুদ্রনীল ঘোষ।

rudranil ghosh 1
মডেল অর্পিতার সঙ্গে পার্থ চট্টোপাধ‍্যায়ের একটি ছবি এবং উদ্ধার হওয়া টাকার পাহাড়ের কয়েকটি ছবি শেয়ার করে তিনি কটাক্ষ শানিয়েছেন, ‘দুয়ারে গর্ত’! রুদ্রনীল লিখেছেন, ‘বাংলার ইতিহাসে এ ঘটনা বিরল বা নেই। আদালতের নির্দেশে চলা চাকরি চুরির তদন্তের মধ্যে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার ইডির তদন্তে!!’

ধিক্কার দিয়ে বিজেপির তারকা সদস‍্য আরো লিখেছেন, ‘সৎ শিক্ষিত চাকরি প্রার্থীরা চোখের জলে খালি পেটে রাস্তায় বসে, নয়ত আদালতের দুয়ারে। আর বস্তা বস্তা টাকা পড়ে অর্পিতাদের ঘরে। তৃণমূল জিন্দাবাদ!! তৃণমূলের সততা জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মন্ত্রীরা জিন্দাবাদ। শহীদ বাংলা জিন্দাবাদ। বাংলার ভোটার জিন্দাবাদ।’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, এই টাকার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সেটাও উল্লেখ করতে ভোলেননি রুদ্রনীল।

সূত্রের খবর বলছে, অর্পিতা মুখোপাধ‍্যায় পেশায় মডেল। পাশাপাশি পার্থ চট্টোপাধ‍্যায়ের পুজো বলে পরিচিত নাকতলা উদয়ন সঙ্ঘের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডরও তিনি। তবে অর্পিতার ফ্ল‍্যাট থেকে এই বিপুল পরিমাণ টাকা কীভাবে এল তা এখনো স্পষ্ট নয়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর