বাতিল হতে পারে আপনার বরাদ্দ! প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়মে বড় পরিবর্তন

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার লাভার্থীদের জন্য বড় খবর। এবার থেকে নিয়মে বড় বদল আনতে চলেছে কেন্দ্র সরকার। আপনি যদি সরকারি প্রকল্পের লাভার্থী হয়ে থাকেন, তাহলে এই নিয়ম অবশ্যই মানতে হবে আপনাকে। না হলে আপনার জন্য বরাদ্দ আবাস ফের একবার বাতিল করে দিতে পারে উন্নয়ন কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে দুর্নীতি। অনেক ক্ষেত্রেই শহরাঞ্চলে এধরনের সরকারি ফ্ল্যাটগুলি ব্যবহার করা হচ্ছে ভাড়া দেওয়ার জন্য। এবার এই নিয়মেই পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। জানা গিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর পেলে যে লাভার্থী ঘর পাচ্ছেন, কেবলমাত্র সেই লাভার্থী এবং তার পরিবারই এই ঘরে থাকতে পারবেন। পাঁচ বছর তারা যদি এই বাড়িতে বসবাস না করেন সেক্ষেত্রে লিজ বাতিল করে দেবে সরকার। যিনি ঘর পেয়েছেন তিনি মারা গেলে তার পরিবারের অন্য কেউ নতুন চুক্তির মাধ্যমে ঘর পেতে পারেন।

তবে আপনি যদি এই ঘরে পাঁচ বছর বসবাস করেন কেবলমাত্র তাহলেই এই চুক্তিটি লিজ ডিডে রূপান্তরিত হবে। নাহলে উন্নয়ন কর্তৃপক্ষ চুক্তি তো বাতিল করবেই, সাথে সাথেই এর জন্য আপনি যে অর্থ জমা দিয়েছেন তাও ফেরত দেওয়া হবে না। জানিয়ে রাখি ৫ বছর পরেও আপনাকে ফের একবার ঘরের জন্য লিজ নিতে হবে।

Modi 2 6

কানপুরে এই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথম দফায়, কেডিএ সহ -সভাপতি অরবিন্দ সিং -এর উদ্যোগে আয়োজিত শিবিরে ৬০ জনকে চুক্তিভিত্তিতে ঘরও দেওয়া হয়েছে। আরও ১০ হাজার ৯০০ জনকে এভাবেই ঘর দেওয়া হবে বলে জানা গিয়েছে সরকার তরফে।

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর