কাস্মীরী ইস্যুতে রাশিয়া কাছে ধমক খেলো পাকিস্তান,এবার ভারতের জয়

বাংলা হান্ট ডেস্ক –সাম্প্রতিক ভারতবর্ষের সংসদে যে কয়টি বিল পাস হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিলটির নাম কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ও ৩৫এ ধারা বাতিল। প্রায় ৭০বছর ধরে কাশ্মীরে বিচ্ছিন্নবাদী সরকার চলেছে কিন্তু অবশেষে তার অবসান ঘটল মোদি সরকার। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই গুরুত্বপূর্ণ বিলটি পাশ করা হয় এবং কাশ্মীরে পূর্ণ মর্যাদা দেওয়া হয়।PTI10 15 2016 000088B

ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বলেন যে কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং নতুন সূর্যোদয় হবে, সেখানকার ছেলেমেয়েরা প্রধানমন্ত্রী কলারশিপ পাবে এবং এখানে ট্যুরিজম হবে আবার কাশ্মীরে বিভিন্ন শুটিং চালু হবে,

ফলে কাশ্মিরবাসীর জীবনযাত্রার মান পাল্টে যাবে এবং সব থেকে উল্লেখযোগ্য একটি কথা বলেন তিনি সেটি হল যদি কেউ আগামী কিছুদিনের মধ্যে ঈদ আছে, যদি কেউ অস্ত্র ছেড়ে ঈদ উৎসবে পালন করেন তাহলে সরকার পূর্ণ মর্যাদায় তাকে সমর্থন করবে। এর পরেই যারা দেশ বিরোধী কথাবার্তা বলতো তাদেরকে আটক করছে ভারতীয় সৈন্যরা। ইতিমধ্যে ৭০ জন জঙ্গীকে ভারতীয় বায়ুসেনার বিমানে উড়িয়ে আনা হয়েছে।prime minister narendra modi in jakarta 3ffbd04a 649c 11e8 b4a9 2154dcd09999

NEWS – https://banglahunt.com/delhi-tintalak-arrest-delhi/

পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। যোগাযোগের মাধ্যম সম্পূর্ণ বন্ধ ইন্টারনেট পরিষেবা ঠিকমতো কাজ করছে না ফলে কাশ্মীর যে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে তা একপ্রকার নিশ্চিত ভারতীয়রা কিন্তু সব থেকে উল্লেখযোগ্য আরেকটি বিষয় হলো ভারতের এই রায়ের ফলে বেজায় চটেছে পাকিস্তান।79530 ikjpg 1551782038 975 640x480

NEWS- https://banglahunt.com/masood-azhar-threatens-india/

তারা ভারতের এই রায়কে কঠোর প্রতিবাদ জানাচ্ছে কিন্তু তারা বিশ্বের কাছে আবারো সন্ত্রাসবাদি দেশ হিসেবে তকমা পেল। সাম্প্রতিক আমেরিকা-ভারতের পাশে দাঁড়িয়ে বিলটি সমর্থন করেন এবং রাশিয়া ও সমর্থন করেন। পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন এখন প্রশ্ন হল পাকিস্তান এর পরেও কি বুঝবেন না তারা সারা পৃথিবীর কাছে সন্ত্রাসবাদি দেশ হিসেবে পরিচিত হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যতই ভারতকে হুমকি দিল ভারত সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। পাকিস্তানকে মোকাবিলা করার জন্য। আকাশ পথে যেমন চলাচল বন্ধ, ট্রেন পথ বন্ধ হয়েছে আজ থেকে সড়ক পথে ও পাকিস্তানের যাওয়া বন্ধ হয়ে গেলো।PicsArt 08 10 12.44.15

পাকিস্তান যে সমাধান সূত্র চাইছেন না তা আরো একবার প্রমাণ হলো। এখন দেখার বিষয় কবে শুভবুদ্ধি হয় পাকিস্তানের কিন্তু ভারত যে কাশ্মীর কে সুন্দর এবং সুফলা তা কিছুটা হলেও নিশ্চিত ভারতবাসী। রাশিয়ার কাছে কড়া জবাবে পুরো চাপে পাকিস্তান। ভারত আবার কাশ্মীরে নতুন সূর্য ওঠার জন্য তৈরি হয়ছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর