পুতিন খুলে দিল খাজানা ভাণ্ডার, ইউক্রেন যুদ্ধে নিহত সৈনিকদের জন্য করলেন বড় ঘোষণা

বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে এবার বড় ঘোষণা পুতিনের। যুদ্ধে নিহত হয়েছে দুপক্ষের অগনিত সৈনিক। এবার আহত এবং নিহত রাশিয়ান সৈনিকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালো রুশ সরকার। শুধুমাত্র ইউক্রেন ছাড়াও সিরিয়া যুদ্ধে আহত বা নিহত সৈনিকেরাও পাবে এই সুবিধা।

ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর মাঝখানে কেটেছে ১০টি দিন। রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধে বিপর্যস্ত দুই দেশের সেনাই। প্রাণ দিয়েছেন অগণিত সৈনিক। এবার ইউক্রেন এবং সিরিয়ায় প্রাণ হারানো সৈনিকদের ৫০ লাখ রুবল অর্থাৎ ৪০ লাখ টাকা এবং আহত সৈন্যদের ৩০ লাখ রুবল অর্থাৎ ২৪ লাখ টাকা দেবে পুতিন সরকার।

আলজাজিরার একটি প্রতিবেদন সূত্রে খবর, ইউক্রেন যুদ্ধে হতাহতের একটি রিপোর্ট প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়। সেই রিপোর্টে বলা হয়েছে ইউক্রেনে প্রাণ হারিয়েছেন ৪৯৮ জন রুশ সেনা। আহত হয়েছেন ১৫৯৭ জন। দিন কয়েক আগে রুশ প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ইগর কোনাশেনকভ এই রিপোর্টটি প্রকাশ করেন। নিহতদের পরিবারকে সবরকম সাহায্য করার আশ্বাস দেন তিনি। সেই রিপোর্টে একই সঙ্গে মৃত ইউক্রেন সেনার সংখ্যাও প্রকাশ করা হয়েছে।

Russia,Ukraine,war,army,death,রাশিয়া,ইউক্রেন,যুদ্ধ,সেনা,ক্ষতিপূরণ

রাশিয়ার দাবি, যুদ্ধে নিহত হয়েছেন ২৮৭০ জন ইউক্রেনের সেনা। আহত ৩৭০০ জন, এবং রাশিয়ার হাতে বন্দী ৫৭২ জন। অন্যদিকে ইউক্রেনের দাবি, মোট ৪৫০০ জন রুশ সেনা নিকেশ করেছে তারা।প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। রুশ আক্রমনের সঙ্গে সঙ্গেই সৈন্যদের মনোবল বাড়াতে প্রতি মাসে ১ লক্ষ রিভনিয়া দেওয়ার ঘোষণা করেন জেলেনস্কি। যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকার সমান।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর