১২টি বিস্ফোরণ কাঁপল রাজধানী কিয়েভ, প্রধানমন্ত্রী মোদীর কাছে সাহায্য চাইল ইউক্রেন

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রপতি পুতিনের নির্দেশে ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এই হামলায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেনের দুটি গ্রামও দখল করে নিয়েছে রাশিয়া।

   

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান অব্যাহত রেখেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ১২টি বিস্ফোরণ ঘটিয়েছে। এই সবের মধ্যেই ইউক্রেনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন। ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন যে, রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভাল, তাই রাশিয়ার সাথে কথা বলে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ রইল।

প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর রাশিয়া আরও আগ্রাসী হয়ে উঠছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনের দুটি গ্রাম দখল করেছে রাশিয়া। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন সাতজন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ব্রোভারি ও কিয়েভে একজন নিহত ও একজন আহত হয়েছে। ইউক্রেন জুড়ে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন-রাশিয়া সংকট প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে বড় তথ্য দিয়েছে। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, আমরা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। ভারতীয়দের বিশেষ করে পড়ুয়াদের নিরাপত্তার দিকে নজর দেওয়া হচ্ছে। বিদেশ মন্ত্রকের কন্ট্রোল রুম সম্প্রসারিত করা হচ্ছে এবং এই পরিষেবা 24×7 ভিত্তিতে চালু করা হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর