নিজেকে রাশিয়ার সম্রাটের সাথে তুলনা করতে প্রত্যাখান করলেন ভ্লাদিমির পুতিন

প্রায় ২০ বছরের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় পুতিন। তিনি যে নিজের ক্ষ্মতায় দারুনভাবে তার দেশ পরিচালনা করছেন সেই নিয়ে আর নতুন করে কনো সন্দেহ নেই।এর পাশাপাশি  এমন সব ঘটনা রাশিয়ায় ঘটাচ্ছেন, যাতে মনে হচ্ছে আজীবন ক্ষমতায় থাকার ছক কাটছেন তিনি।আর এসবের মধ্যে আবার নিজেকে নিজের মর্যাদা দিতে ক্ষুন্ন হলেন তিনি।   নিজেকে রাশিয়ার সম্রাটের (জজার) সাথে তুলনা করা প্রত্যাখ্যান করেছিলেন। তাদের যুক্তি ছিল যে তারা প্রতিদিন কাজ করে এবং মানুষের দাবি শোনেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেন  রাশিয়ান সাম্রাজ্যবাদী রাজা বলা হত তাকে।কিন্তু এটি কনোভাবেই মেনে নেওয়া যায় না। বলা বাহুল্য যে ‘এটি সত্য নয়’।

তিনি বলেন ” আমার ক্ষেত্রে আমি শাসন করি না, আমি কাজ করি”। আর তাই আমাকে ঠিক সম্রাট বলা চলে না।  তিনি আরো বলেন যে সেই রাজা হয় , যে  বলে যে সমস্ত আমার আদেশ অনুসারে কাজ করবে। বিপরীতে, আমি প্রতিদিন কাজ করি, তাকে কখনোই এই তকমা দেওয়া যায় না।

 

সম্পর্কিত খবর