‘দেশের রাজনীতিকে বিদেশের মাটিতে অপমান করা হচ্ছে’, রাহুল গান্ধীকে তুলোধোনা জয়শংকরের

বাংলা হান্ট ডেস্ক : ফের কটাক্ষের মুখে রাহুল গান্ধী (Rahul Gandhi)। মোদি সরকারের (Modi Government) ৯ বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর (S Jaishankar)। তিনি বলেন, গোটা বিশ্ব দেখছে। তারা কী বলছেন? নির্বাচন হয়েছে। এক দল জেতে। অপর দল পরাজিত হয়। যদি দেশে গণতন্ত্রই না থাকে তবে তো এই পরিবর্তনই হত না। প্রতিটি নির্বাচনের একটা ফলাফল থাকে। কিন্তু আমরা জানি ২০২৪ সালের ভোটের ফলাফল কী হবে। পুরো মন্তব্য হিন্দিতেই বললেন জয়শঙ্কর।

কিছুদিন আগেই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ফের মোদি সরকারকে নিশানা করেছিলেন রাহুল। এবার তারই জবাব দিলেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, ‘আসলে ওরা ভেবেছেন ভারতের মধ্যে বাইরের দেশের সমর্থন কাজ করবে। কিন্তু আমি মনে করি না দেশের রাজনীতির বিষয়কে বাইরে নিয়ে যাওয়া এটা জাতীয় স্বার্থের কোনও ব্যাপার। আমি মনে করি না তার বিশ্বাসযোগ্যতা এতে কোনও অংশে বাড়বে।’

কিছু দিন আগেই, প্রবাসী ভারতীয়দের সামনে আমেরিকার মাটিতে রাহুল গান্ধী বলেন, আমাদের প্রতিষ্ঠানের উপর পুরো আক্রমণ হচ্ছে। আমাদের বিচারব্যবস্থার উপর হামলা হচ্ছে। আমাদের সংবাদমাধ্যমের উপর হামলা হচ্ছে। ভারতের আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এটা প্রতিহত করার দায়িত্ব রয়েছে।

jpg 20220412 131002 0000

বিদেশমন্ত্রী এদিন জানান, গোটা বিশ্ব ভারতকে বিশ্বাসযোগ্য অংশীদার হিসাবে গ্রহণ করছে। এরই সঙ্গে তিনি বলেন, ‘৯ বছরের শাসনকালে মোদি সরকারের একটি স্পষ্ট রিপোর্ট কার্ড রয়েছে।’ বিশ্ব অর্থনীতিতে ভারতের অগ্রগতির কথাও এদিন তুলে ধরেন তিনি।

এর পাশাপাশি তিনি জানান গতবার আমেরিকা সফরের সময় আমেরিকান সেমিকন্ডাক্টর অ্য়াসোসিয়েশন আমাকে জানিয়েছিলেন, তাদের ৪০,০০০ ইঞ্জিনিয়ার ভারতে চিপ সংক্রান্ত কাজ করেন।

কাশ্মীরের বিশেষ তকমা সরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকাও তিনি তুলে ধরেন এদিন। ভারতের বিদেশনীতির নানা দিক তিনি তুলে ধরেন। এদিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রী ভি মুরলীধরন, মীনাক্ষী লেখি ও রাজকুমার রঞ্জন সিং ছিলেন। মোদি সরকারের মাহাত্ম্য তুলে ধরার পাশাপাশি কংগ্রেসকেও প্রতিনিয়ত জবাব দিতে থাকেন জয়শংকর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর