প্রয়াত বর্ষীয়ান গায়ক বালা সুব্রহ্মণ‍্যম, শোকপ্রকাশ করে টুইট করলেন লতা মঙ্গেশকর

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিনের লড়াই শেষ হল। প্রয়াত হলেন প্রবাদপ্রতিম গায়ক এস পি বালাসুব্রহ্মণ‍্যম (S P bala subrahmanyam)। অগস্ট মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘদিন হাসপাতালে থেকে করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর প্রয়াত হলেন এই বর্ষীয়ান গায়ক। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

করোনার জন‍্য গত অগাস্ট মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এস পি বালাসুব্রহ্মণ‍্যম। অনেকদিন হাসপাতালে লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন তিনি। বুধবার রাত থেকে অবস্থার ফের অবনতি হতে শুরু করলে আবারও লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় তাঁকে। এমনটাই জানা গিয়েছে হাসপাতালের মেডিক‍্যাল বুলেটিনে।

IMG 20200925 145059
৫ অগাস্ট করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ‍্যাল মিডিয়ায় জানান গায়ক। সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে এই খবর জানান এসপি বালাসুব্রহ্মণ‍্যম। তিনি বলেন, হালকা সর্দি কাশির সমস‍্যা হচ্ছিল তাঁর। এছাড়া আর কোনও উপসর্গ ছিল না। তাও তিনি ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান। রিপোর্টে খুবই মাইল্ড করোনা পজিটিভ ধরা পড়েছে তাঁর।

গায়ক আরও জানান, হাসপাতাল থেকে তাঁকে বলা হয়েছিল বাড়িতেই কোয়ারেন্টাইন থাকতে। কিন্তু পরিবারের সদস‍্যদের কথা ভেবে তিনি হাসপাতালে ভর্তি হন। পাশাপাশি তিনি অনুরাগীদের আশ্বস্ত করেছেন যে তিনি ভাল আছেন। সম্ভবত আর দুদিন পরেই হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যাবেন। তাই তাঁকে নিয়ে দুশ্চিন্তা যেন না করা হয়।

কিন্তু তার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বালাসুব্রহ্মণ‍্যমের। আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। দেওয়া হয় লাইফ সাপোর্ট সিস্টেমও। বাবার জন‍্য সকল অনুরাগীকে প্রার্থনা করার জন‍্য আবেদন করেন ছেলে এস পি চরণ।

কিন্তু শেষ পর্যন্ত সব লড়াইই ব‍্যর্থ হল। শোকের আবহ গোটা বলিউড ও সঙ্গীত জগৎ জুড়ে। শোক প্রকাশ করে টুইট করেছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। তিনি লিখেছেন, ‘প্রতিভাবান, মিষ্টভাষী, সৎ এস পি বালাসুব্রহ্মণ‍্যম জির প্রয়াণে আমি শোকাহত। আমরা একসঙ্গে অনেক গান গেয়েছি, অনুষ্ঠান করেছি। সেই সব স্মৃতি মনে পড়ছে। ভগবান ওঁর আত্মাকে শান্তি দিন। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর