এস৪০০কিনছে ভারত,পাসে অামেরিকা,চিন,পাকিস্তান 

বাংলাHunt : ফের শক্তিশালী হলো ভারতবর্ষ। ইতিমধ্যে ভারত বর্ষ রাশিয়ার কাছ থেকে এস৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে। যার বাজারমূল্য ৩৯হাজার কোটি টাকা, এর ফলে আমেরিকা কিছুটা হলেও চাপে পড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ভারতের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পাকিস্তান ও চীনকে যথেষ্ট চাপে রেখেছে।
 আগামী দিন এই সংখ্যা আরো বাড়বে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, বেশ কিছুদিনের মধ্যে ভারতের এস ৪০০ক্ষেপণাস্ত্র আসবে ভারতের। ইতিমধ্যে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ এবং মোদি সরকার ক্ষমতায় আসার পর যেভাবে ভারতবর্ষকে বিশ্বের দরবারে নতুন মাত্রা দিয়েছে তা যথেষ্ট ইতিবাচক, এখন দেখার বিষয় এই ক্ষেপণাস্ত্র কত দিনের মধ্যে ভারতের হাতে আসে।5ffe5 1049598556
ইতিমধ্যে ভারত পাকিস্তান কে কড়া বার্তা দিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র ফলে কিছুটা হলেও চাপে পড়ছে আমেরিকা।

সম্পর্কিত খবর