কেমোর যন্ত্রণা সারিয়ে ফিনিক্স পাখির মতোই ফিরবেন ঐন্দ্রিলা, বিশ্বাস সব‍্যসাচীর

বাংলাহান্ট ডেস্ক: ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (aindrila sharma)। ক‍্যান্সারের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধেও জয়টা তাঁরই হবে, এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ তিনি, তাঁর সমস্ত অনুরাগীরা। হ‍্যাঁ, রোগটা নেহাত হেলাফেলা নয়। আর তাই তার চিকিৎসাও বেশ কঠিন। সবটাই জানেন ঐন্দ্রিলা। তাই যন্ত্রণায় শরীর ভেঙে পড়ার উপক্রম হলেও আশপাশের প্রিয় মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে নতুন করে বাঁচার শক্তি পান তিনি। এই প্রিয় মুখগুলোর মধ‍্যে একজন প্রেমিক অভিনেতা সব‍্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury)।

   

সব‍্যসাচী সেই মানুষদের মধ‍্যে একজন যারা এই লড়াইয়ে শুরুর দিন থেকে পাশে রয়েছেন ঐন্দ্রিলার। প্রতিনিয়ত মনোবল বাড়িয়ে চলেছেন তাঁর। অভিনেতার মাধ‍্যমেই ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতির খোঁজখবর পান তাঁর উদ্বিগ্ন অনুরাগীরা। প্রতি মাসে নিয়ম করে আপডেট দেন সব‍্যসাচী। প্রতিবারই আশার আলো দেখা যায় তাঁর লেখায়। তিনি জানান সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা।


কিন্তু এই মাঝের সময়টা যে কতটা কঠিন সেটা এবারে ফুটে উঠল সব‍্যসাচীর লেখায়। তাঁরা ভেবেছিলেন অস্ত্রোপচারের ঝক্কিটা মিটে গেলেই চিকিৎসা পদ্ধতি অনেকটা সহজ হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল উলটো। সব‍্যসাচী জানিয়েছেন কেমো নিতেই অত‍্যন্ত বেশি কষ্ট হচ্ছে ঐন্দ্রিলার।এক একদিন রক্তচাপ কমে যায় অত‍্যধিক, রক্তে গোলযোগ দেখা যায়। বিছানা থেকে মাথা তোলার মতোও শক্তি থাকে না অভিনেত্রীর।

গোটা শরীরে যন্ত্রণা নিয়ে কাতরাতে থাকেন ঐন্দ্রিলা। সে যন্ত্রণা ওষুধে কমার মতো নয়। হাত পা টিপে দিলে বা গরম সেঁক দিলে কিছুক্ষণের জন‍্য রেহাই। কড়া ঘুমের ওষুধ দিয়েই একমাত্র শান্ত রাখা যায় ঐন্দ্রিলাকে। তবে যেদিন তিনি সুস্থ থাকেন সেদিন তুলনামূলক উজ্জ্বল। শুয়ে শুয়ে ছবি দেখেন ঐন্দ্রিলা। মাঝে মাঝে আবার ‘ধূলোকণা’ সিরিয়ালের পছন্দের চরিত্র মিমিদিদির নকল করেও দেখান তিনি সব‍্যসাচীকে। বিরিয়ানি খাওয়ার বায়না ধরেন।

শুটিং সেটে ফেরার জন‍্য মন কাঁদছে ঐন্দ্রিলার। সিরিয়াল শুরু হলেই টিভি বন্ধ করে দেন তিনি। নিজে শুয়ে রয়েছেন আর সতীর্থরা কাজ করছে, বিষয়টা মেনে নিতে পারেন না। কিন্তু হাল ছাড়েননি সব‍্যসাচী। একবার ক‍্যান্সারকে হারিয়ে নতুন উদ‍্যমে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। সব‍্যসাচীর বিশ্বাস, ফের ফিনিক্স পাখির মতোই ফিরবেন তিনি। তার অপেক্ষাতেই ধৈর্য্য ধরে দিন গোনেন তাঁরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর