দলবদলুদের ঘরে ফেরার জল্পনায় নাম জুড়ল সব্যসাচী দত্তের, করলেন মমতার প্রশংসা

বাংলাহান্ট ডেস্কঃ দলবদলুদের ঘরে ফেরার জল্পনায় নাম জুড়ল আরও এক রাজনৈতিক ব্যক্তিত্বের। সোনালি গুহ, সরলা মুর্মু, বাচ্চু হাঁসদাসহ আরও বেশ কয়েকজনের পর এবার জল্পনার শীর্ষে সব্যসাচী দত্ত (sabyasachi datta)। নির্বাচনের পূর্বে তৃণমূলের মুণ্ডুপাত করে বিজেপিতে এসে হারের পর, এবার মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গেল সব্যসাচী দত্তের গলায়।

বিধানসভা নির্বাচনের পূর্বে যখন একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বরা দলবদলের খেলায় মেতে উঠেছিল, সেইসময় তৃণমূল ছেড়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজারহাট–নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। দলবদলের পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার কামানদাগা অভিযোগ এনেছিলেন তিনি। কিন্তু নির্বাচনে সুজিত বসুর কাছে পরাজিত হয়ে, এবার ঘরে ফেরার সুর উঠল তাঁর গলায়।

নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দেখা গেছে একাধিক দলবদলু নেতৃত্বরা এখন পদ্ম শিবির ছেড়ে আবারও সবুজ শিবিরে আশ্রয় নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। যারাই পূর্বে তৃণমূল বিরোধী মন্তব্যে তুলোধোনা করছিলেন মুখ্যমন্ত্রীর, এখন তাঁদের গলা থেকেই বেরোচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশংসা।

সম্প্রতি সেই তালিকায় নাম উঠে এল সব্যসাচী দত্তের। তাঁর কথায়, ‘ব্যক্তিগত স্তরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়নি। উনি আমার থেকে বয়সে অনেক বড়, ওনার রাজনৈতিক ম্যাচিওরিটির সঙ্গে আমার কোন অংশেই তুলনা আসে না। কোন প্রতিযোগিতাও নেই ওনার সঙ্গে আমার’।

বর্তমানে কেন্দ্র রাজ্য সংঘাতের মাঝে সব্যসাচী দত্তের এমন মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এমনকি দলবদলুর ঘরে ফেরার জল্পনাও উঠতে শুরু করেছে। তবে এপ্রসঙ্গে তাঁর দাবি, ‘আমার সঙ্গে কারোর কথা হয়নি। যার ফিরতে চাইছেন, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। শুধু শুধু এই জল্পনা তৈরি করা হচ্ছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর