সব্যসাচী দত্তকে Y ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা দিল স্বরাষ্ট্রমন্ত্রক

বাংলা হান্ট ডেস্ক: বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে Y ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। আজ সকাল থেকে তাঁর নিরাপত্তার দায়িত্ব নেয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)।

   

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল যে বিজেপিতে যোগ দেবেন সব্যসাচী দত্ত। এই সমস্ত ঘটনার সূত্রপাত ঘটেছিল বিদ্যুভবনে গিয়ে বকেয়া আদায়ের দাবিতে বিদ্যুতকর্মীদের বিক্ষোভকে নেতৃত্ব দেওয়া থেকে। সব্যসাচীর এমত ভূমিকা নেওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ হন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এরপরই তার বাড়িতে আসে বিজেপি নেতা মুকুল রায়ের ‘লুচি-আলুরদম’ পর্ব। এই ঘটনা থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন। যদিও তখন সব্যসাচীর সঙ্গে কথা বলার পর তৃণমূল এই ঘটনাকে খানিকটা সামাল দেয়।

এরপর থেকেই সব্যসাচীর সাথে তৃণমূলের দূরত্ব দিনে দিনে আরও বাড়তে থাকে। বিধাননগর পুরনিগমের কাউন্সিলররা মেয়র পদে অবস্থিত সব্যসাচী দত্তের বিরুদ্ধে একযোগে বিভিন্ন অভিযোগ আনেন। এই সমস্ত কেচ্ছা হাইকোর্টে পর্যন্ত চলে যায়, আদালতে দু’পক্ষের দড়ি টানাটানিতে প্রাথমিকভাবে সবস্যচী দত্ত জিতে গেলেও, তারপরে এই ঘটনা অন্য মোড় নেয়। সব্যসাচী নিজেই বিধাননগর পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেন।

এরপর মুকুল রায় সব্যসাচী দত্ত কে দুঃসময় নানান পরামর্শ দিতে যান, তারপর থেকেই বিজেপিতে বিধান নগরের প্রাক্তন মেয়র এর যোগদান অনেকটা নিশ্চিত বলে ধরে নেয় রাজনৈতিক মহল। শেষমেশ গেরুয়া শিবিরে যোগ দেন সব্যসাচী দত্ত, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিজের হাতে তুলে নেন।

Avatar
Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর