সিরিজ জিততে গেলে অস্ট্রেলিয়াকে পাল্টা মারের মন্ত্র দিলেন শচীন তেন্ডুলকার

বাংলা হান্ট ডেস্কঃ মাত্র 18 বছর বয়সেই অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকার (Sadhin tendulkar)। আর সেই অল্প বয়সেই তিনি অস্ট্রেলিয়ার তাবড় তাবড় বোলারদের সামনে দুটি সেঞ্চুরি করেছিলেন। 1991-92 সাল সেই সময় অস্ট্রেলিয়া দলে ছিলেন মার্ভ হিউজ, ক্রেগ ম্যাকডরমট, মাইক হুইটনির মত তারকা বোলাররা। আর তাদের সামনে 18 বছর বয়সী শচীন করেছিলেন দুটি সেঞ্চুরি।

গতকাল ইউটিউব চ্যানেলে সচিন তেন্দুলকার বলেন, “1987 সালে আমি বল বয় ছিলাম। আর তারপর সোজা আমাকে নিয়ে যাওয়া হয়েছিল অস্ট্রেলিয়া সফরে। সেই সময় অস্ট্রেলিয়া দলে ছিলেন মার্ভ হিউজ, ক্রেগ ম্যাকডরমট, মাইক হুইটনির মত বোলাররা। যাদের দেখে আমি ছোট থেকে বড় হয়ে ছিলাম তাদের বিরুদ্ধেই ব্যাট করতে হত আমাকে। আমি জানতাম তারা আমাকে আউট করার জন্য সবরকম চেষ্টা করবেন আর সেই চ্যালেঞ্জটা নিতে আমি প্রস্তুত ছিলাম।”

সেই টেস্ট সিরিজে ভারত হারলেও সিডনি এবং পার্থে দুটি সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্দুলকার। শচীন টেন্ডুলকার বলেন, “অস্ট্রেলিয়ার মাটিতে জিততে গেলে শুধু রক্ষণাত্মক ব্যাটিং করলেই হবেনা। ব্যাটসম্যানদের আক্রমণাত্মক হতে হবে। বল ডিফেন্স করার পাশাপাশি রান করার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। তবেই অস্ট্রেলিয়ায় রান করা যাবে এবং অস্ট্রেলিয়াকে হারানো যাবে।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর