কিংবদন্তি পিকে ব্যানার্জীর মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন শচীন-সৌরভ-বাইচুং।

ভারতীয় ফুটবলের প্রদীপ নিভে গেল। সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি ভারতীয় ফুটবলার পিকে বন্দোপাধ্যায়। তার শরীর সকলকে ছেড়ে চলে গেলেও তিনি আজীবন রয়ে যাবেন আপামর ভারতবাসীর হৃদয়ে। কারণ তিনি তাঁর ফুটবল দিয়ে ভারতবাসীর মন জয় করেছিলেন। এই পিকে বন্দোপাধ্যায় অলিম্পিকে ফ্রান্সের বিরুদ্ধে গোল করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন ভারতও পারে। অবশেষে শুক্রবার দুপুর দুটোই 83 বছর বয়সে মৃত্যু ঘটল তার। কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ক্রিড়া মহলে। পিকে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিংবদন্তি ভারতীয় ফুটবলার শচীন টেন্ডুলকার থেকে শুরু করে ঘরের ছেলে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।

   

শচীন টেন্ডুলকার শোক প্রকাশ করে লিখেছেন মহান ভারতীয় ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আমরা খুবই দুঃখিত। বেশ কয়েকবার উনার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে, ওনার ইতিবাচক মানসিকতার জন্য ওনার সাথে জড়িয়ে রয়েছে নানান স্মৃতি। ওনার আত্মার শান্তি কামনা করি।

বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী শোক প্রকাশ করে লিখেছেন আজকে আমার খুব প্রিয় একজন মানুষকে হারালাম, ওনাকে আমি খুবই ভালবাসি এবং শ্রদ্ধা করি। আমার ক্যারিয়ারের শুরুর দিকে ওনার প্রভাব রয়েছে কারণ ওনার ইতিবাচক বক্তব্য আমাকে খুব প্রভাবিত করতো। ওনার আত্মার চিরশান্তি কামনা করি।

খেলোয়াড় বাইচুং ভুটিয়ার ফুটবল জীবনে কোচ হিসাবে পিকে ব্যানার্জির অনবদ্য ভূমিকা ছিল। সেই কারণে পিকে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে স্মৃতি চারন করেছেন করেছেন বাইচুং ভুটিয়া।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর