অন্যায় ভাবে সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড, আইসিসিকে তুলোধনা করলেন সচিন

বাংলা হান্ট ডেস্কঃ আগামী 18 ই জুন ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচ শুরু হওয়ার আগে ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার এগিয়ে রাখলেন নিউজিল্যান্ডকে। কারণ তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার সুযোগ পাচ্ছে স্বাভাবিকভাবেই তারা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে।

   

সেই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে আইসিসিকে কাঠগোড়ায় তুলে তুলোধোনা করলেন শচিন টেন্ডুলকার। শচীন বলেন, ” আমি জানিনা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের সূচি কবে নির্ধারিত হয়েছে। তবে আমার মতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হওয়ার পর এই সিরিজ আয়োজন হওয়া উচিত ছিল। এই দুই ম্যাচের সিরিজ খেলে অন্যায় ভাবে ভারতের থেকে বেশ কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে গেল নিউজিল্যান্ড।”

সেই সঙ্গে শচীন বলেন, “কে বিশ্ব টেস্ট জয়ী হবে সেটা কখনোই একটা ম্যাচ দিয়ে বিবেচনা করা উচিত নয়। টেস্ট সেহেতু সম্পূর্ণ আলাদা ফরম্যাট, তাই একটা সিরিজ হওয়া উচিত ছিল কারন একটা ম্যাচ কখনোই ঠিক করে দিতে পারে না এতদিন ধরে কষ্ট করে ফাইনালে ওঠা দুটি দলের ভাগ্য।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর