স্বাধীনতা দিবসে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন সচিন তেন্ডুলকর

বাংলাহান্ট ডেস্কঃ আজ ভারতের 74 তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার 74 বছরে পা দিলো ভারত বর্ষ। আর এই 74 তম স্বাধীনতা দিবসে সমগ্র ভারতবাসীকে শুভেচ্ছা জানালেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর। তবে অন্য বছরের থেকে এই বছর স্বাধীনতা দিবস একটু আলাদা, দেশবাসীকে সেই বার্তাই দিলেন মাস্টার ব্লাস্টার।

এবার দেশের স্বাধীনতার লড়াই এক অদৃশ্য শত্রুর সঙ্গে। এক অদৃশ্য শত্রুর হাত থেকে স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই করে চলেছে সমগ্র ভারতবর্ষ। আর তা হল করোনা ভাইরাস। এই মুহূর্তে করোনা ভাইরাস এর হাত থেকে স্বাধীনতার লড়াই চলছে ভারতের।

দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের কথাই মনে করিয়ে দিলেন সচিন তেন্দুলকার। টুইট করে শচীন লিখলেন, “এবার 15 ই আগস্ট দিনটা একটু আলাদা, এবার আমাদের সকলের সামনে একটাই শত্রু সেটা হল অদৃশ্য কোভিড-19। সর্তকতা অবলম্বন করে 130 কোটি ভারতবাসী এক সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করে আমরা এই লড়াইয়ে জয়ী হবো।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর