ওডিআই ক্রিকেটে সর্বাধিক চার এই ভারতীয় ব্যাটারদের, তালিকায় কারা?

ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি চারের তালিকার শীর্ষে রয়েছেন সচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। যিনি ২০১৬টি চার মেরেছেন। ওডিআই ক্রিকেট ফরম্যাটে সবচেয়ে বেশি চার হাঁকান এমন ছয় ভারতীয় ব্যাটারদের তালিকা একনজরে। জানেন কি সচীনের (Sachin Tendulkar) পড়ে এই তালিকায় আর কারা রয়েছেন? সচীনের এই রেকর্ড ভাঙতে পারেন কোন ভারতীয় প্লেয়ার? জানুন বিস্তারিত।

সচীন তেন্ডুলকর ওয়ানডেতে সর্বাধিক ২০১৬ চার দিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৫০-ওভারের ফর্ম্যাটে ১৯২৮টি চারের সঙ্গে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। কোহলি মাস্টার ব্লাস্টার থেকে অনেক পিছিয়ে থাকলেও ক্যারিয়ারের শেষের দিকে তাঁর সংখ্যার কাছাকাছি আসতে পারেন বলে ধারণা বিশেষজ্ঞদের।

   

Sachin Tendulkar

ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি চারের তালিকার শীর্ষে রয়েছেন সচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)

ওয়ানডেতে সবচেয়ে বেশি চার মেরে ভারতীয় ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে, শেবাগ মারেন ১১৩২ টি চার। সৌরভ গঙ্গোপাধ্যায়, যার অধীনে ভারত ২০০৩ বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল, ওডিআই ক্রিকেটে ১১২২টি চার সহ চতুর্থ স্থানে রয়েছেন। এই বাঁ-হাতি ক্রিকেটার এই ফরম্যাটে ১১৩৩৬ রান দিয়ে শেষ করেছেন।

বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ওয়ানডেতে ১০০০৬ টি চার সহ পঞ্চম স্থানে রয়েছেন। ওডিআই অবসরের আগে হিটম্যান তাঁর সংখ্যায় আরও যোগ করবে তা একেবারে নিশ্চিত। রাহুল দ্রাবিড়, প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং কোচ, ওয়ানডেতে ৯৫০টি চার সহ ষষ্ঠ স্থানে রয়েছেন। তাঁর ওডিআই ক্যারিয়ারে তিনি এশিয়া এবং আইসিসি একাদশের হয়েও খেলেছেন।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর