মানবিক রূপে শচীন তেন্ডুলকার! পাঁচ হাজার দুঃস্থ মানুষের দৈনিক খাওয়ার দায়িত্ব নিলেন তিনি।

শচীন টেন্ডুলকার শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের ঈশ্বরই নন, দেশের খারাপ সময়ে গরিব মানুষদের পাশেও দাঁড়ান তিনি। দেশজুড়ে দিন দিন করোনা আক্রান্ত বেড়েই চলেছে, সেই কারনে করোনার বিরুদ্ধে মোকাবিলা করবার জন্য আগেই কেন্দ্র এবং রাজ্য সরকারকে আর্থিক সাহায্য করেছেন তিনি। এবার করোনার জন্য দেশের গরিব খেটে খাওয়া পাঁচ হাজার দুঃস্থ মানুষজনের খাওয়ানোর দায়িত্ব নিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

এই মুহূর্তে দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, দেশের এই খারাপ সময়ে দেশের সকল জনগন একজোট হয়ে লড়াই করছেন। ভারতের বিভিন্ন সেলিব্রেটিরা নিজেদের সাধ্য মতন আর্থিক সাহায্য করছেন। শচীন টেন্ডুলকারও কয়েক দিন আগে মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রীয় সরকার কে 25 লক্ষ টাকা করে মোট 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য। এবার শচীন টেন্ডুলকার পাঁচ হাজার দুঃস্থ মানুষের মুখে এক মাসের খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিলেন।

IMG 20200412 181854

কয়েক দিন আগেই ভারতীয় ক্রিকেট দলে এক সময় শচীন টেন্ডুলকারের সতীর্থ বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বেলুড় মঠ এবং ইসকনে গিয়ে দুঃস্থ মানুষদের হাতে খাবার চাল তুলে দিয়ে আসেন।এবার সৌরভ গাঙ্গুলির পথেই হাঁটলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শচীন টেন্ডুলকারের এই মহৎ কাজের প্রশংসা করেছেন অনেকেই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর