ফের মাঠে নামলেন ক্রিকেটের ভগবান সচিন … গায়ে কাঁটা দেবে সেই মুহূর্তের ভিডিও দেখলে

বাংলা হান্ট ডেস্কঃ মাস্টার ব্লাস্টার সচিন তেন্দুলকর (Sachin Tendulkar)  সাত বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে ক্রিকেটকে বিদায় জানিয়েছিল। সেদিন গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের চোখে জল এসেছিল। এটা সেই মাঠ, যেটাকে সচিন নিজের ঘর বলেই মনে করেন। এই সাত বছরে কয়েকটি চ্যারিটি ম্যাচে বিদেশের মাটিতে কয়েক ওভার খেলেছে সচিন, কিন্তু ঘরের মাঠে তাঁর খেলা দেখানোর জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করে বসেছিল সচিনের ভক্তরা। আজ শনিবার সচিনের ভক্তদের সেই স্বপ্ন পূরণ হল।

   

মাস্টার ব্লাস্টার সচিন তেন্দুলকার ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ” (Road Safety World Series 2020) এ ভারতীয় লেজেন্ড টিমের নেতৃত্ব করছেন। শনিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচ ইন্ডিয়া লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসদের মধ্যে হয়। যখন সচিন প্র্যাকটিস করার জন্য পিচে নামেন, তখন মনে হল ঠিক ১৫ বছর পিছিয়ে গেছি আমরা। গোটা ময়দানে শুধু সচিন আর সচিন নামই শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এটা সেই সিঁড়ি যেখান থেকে সচিন আন্তর্জাতিক ক্রিকেটের নিজের শেষ ম্যাচ খেলতে নামেন। আর এই সিঁড়ি দিয়েই চোখে জল নিয়ে ক্রিকেটকে চীর বিদায় জানাই। সেই মুহূর্ত এখনো সচিনের ফ্যানদের মনে গেঁথে আছে।

সচিন তেন্দুলকর এই ম্যাচের আগে প্র্যাকটিস করার একটি ভিডিও শেয়ার করেন। সেখানে সে নিজের কিট খুলে ব্যাটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ওই ভিডিও পোস্ট করে সচিন লেখেন, ‘২২ গজে আবার এলাম আমি।”

এই সিরিজে বিশ্বের পাঁচটি দেশ অংশ নিয়েছে। আর অংশ নেওয়া দেশ গুলোর প্রাক্তন দিগগজ খেলোয়াড়রা এই খেলায় আছে। প্রথম ম্যাচে সচিন টসে জিতে ওয়েস্টইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ টিমের নেতৃত্বে সচিনের বন্ধু তথা ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড ব্রায়ান লারা আছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর